ধরিত্রী মা বলছে হেসে
তোদের কি দেই রে,
অবশেষে এক হয়েছ
শূন্য করে যে ।
আমার ছিলো ফসলি মাঠ
সবুজ বনের মেলা,
কোন সে ভাবে কাটলি সবি
খেললি মরণ খেলা?
নদীর পানি হ্রদের হাওয়া
বাস করেছে সুখে,
তোমরা কেন বাঁধ বানালে
কাঁদলে নিজের দুখে?
আমার সাগর , পাহাড়গুলো
দূষন দিয়ে ভরে,
কোটি টাকার খেললে খেলা
কোন ভাবনায় ওরে?
শুদ্ধ বায়ু রুদ্ধ করে
নানান রকম গ্যাসে,
জীবন আরাম করতে গিয়ে
এবার গেলি ফেঁসে।
সবই দিয়ে বলেছিলাম-
নাওগো যত পারো-
ভ্রষ্টাচারে নষ্ট করে
এবার চাইছ আরো।
আহা বাছা! কি যে দশা
লোভ লালসা রাখো ,
নিজেই এবার আরাম ছেড়ে
চেষ্টা করে দ্যাখো।
আজকে যেটুক রৌদ্রকণা
দিলাম তোদের মাঝে,
সেইটা নিয়ে ঝাঁপিয়ে পরো
বদলে যাবার কাজে।
আমার সকল ভালোবাসা
তোদের জন্য তোলা,
আরেকটাবার হোকনা জনম
প্রান সবুজের মেলা।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।