আমাদের কথা খুঁজে নিন

   

নেশায় আসক্ত মানুষ পশুবৎ। খারাপ নেশা মানুষকে পশু বানায়ঃ তাই ইসলাম ধর্মে যে কোন খারাপ নেশাকে হারাম করেছে

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি নেশায় আসক্ত মানুষ পশুর সমান। যে কোন খারাপ নেশা মানুষকে পশু বানায়। নেশায় আসক্ত মানুষ তার বোধ শক্তি হারিয়ে ফেলে। তাকে হিতাহিত জ্ঞান শূণ্য করে ফেলে। নেশাতুর মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় কোনটি ভালো আর কোনটি মন্দ।

তাই ইসলাম ধর্মে যে কোন খারাপ নেশাকে হারাম করেছে। তার পরেও মানুষ খারাপ নেশায় আসক্ত হয়। যারা বাস্তবতাকে ভয় পায়, দাড়াতে সাহস করেনা বাস্তবতা ও কঠিনের সামনে। যাদের ভীত গড়ে উঠেছে দূর্বল ও দূর্জনের মাঝে তারাই নেশায় আসক্ত হয়ে বাস্তবতাকে এড়িয়ে যাবার জন্য আসক্ত হয় নেশায়। আর নেশায় আসক্ত হয়ে স্বাভাবিক ও সুন্দরকে পাশ কাটিয়ে অন্যায় ও অসত্য পথের মাঝে খুঁজতে থাকে তার ঠিকানা।

ফলশ্রুতিতে বাস্তবতার নিষ্ঠুর আঘাতে ছিটকে পড়ে মানুষের দল থেকে, আশ্রয় হয় সমাজের আস্তাকুড়ে। এই নেশাকে উপলক্ষ করে বিনা পয়সায় মদ্য পান করতে গিয়ে গতকাল রাজধানীর মহাখালীর রুচিতা বার ভাংচুর হয়। ঘটনার বিবরণে প্রকাশ, তিতুমীর কলেজের ছাত্রলীগ নেতাকর্মী রাব্বী, নিপুণ, সোহাগ ও শাওন মঙ্গলবার রাত ১০টার দিকে রুচিতা বারে মদপান করতে যায়। মদপান করার পর তারা টাকা না দিয়ে বার থেকে বেরিয়ে আসতে চাইলে বার ম্যানেজার তাদের বাধা দেন। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে তার পর মারধর করা হয় ওই চারজনকে।

পরে তারা সাধারণ ছাত্রদের উস্কানী দিয়ে বার সহ ২টি ব্যাক ও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে হামলা চালায়। এই অপরাধে পুলিশ কয়েকজন ছাত্রকে আটক করলে ছাত্ররা বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বিকাল পৌনে ৪টা পর্যন্ত একটানা সোয়া চার ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখায় হাজার হাজার গাড়ি আটকা পড়ে। এ অবস্থায় মারাÍক দুর্ভোগের শিকার হয় সাধারণ মানুষ। নেশাকে কেন্দ্র করে আগেও অনেক তিক্ত ঘটনা ঘটেছে, বর্তমানেও ঘটছে এবং ভবিষ্যতেও যে ঘটবে সে কথা বলাই বাহুল্য। তাই যুগে যুগে মহামানবগণ নেশা থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন, বর্তমানে চিকিৎসা বিজ্ঞানীরাও নেশা থেকে দূরে থাকতে বলেন।

যারা একান্তই কোন উপদেশের ধার ধারেন না তাদের জন্য উপদেশ " নেশা খাবি খা, মারা যাবি যা" তবে ফাও খেতে যাবি কেন? যদি নেশা করতেই হয় তা হলে নিজের পয়সায় খা, তা না হলে বাপের পয়সায় খা, বিনে পয়সায় খেতে গিয়ে সাধারণ জনগণকে ভোগান্তিতে ফেলার কোন অধিকার নাই তোমার। ফাও খাওয়া নেশাকারীদের ধিক্কার জানাই তোমাদের নষ্ট, নির্লজ্জ ও অসুস্থ্য মানসিকতার জন্য।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।