আমাদের কথা খুঁজে নিন

   

নেশায় শহর ছেয়ে গেছে

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ

ঢাকা নামের মেয়েটির স্তন ঢাকা নেই... তাই, আগামীকাল অর্ধদিবস হরতাল। ঘটি ভাষায় যাকে তুমি বলো বন্‌ধ। দীর্ঘ রাতের পর ফ্যাকাশে ক্লান্ত ক্লান্ত কুয়াশাচ্ছন্ন মোহ ডিজিটাল ভোর নেমেছে শহরে। দূষণের পাখি ডাকে হাইওয়েজুড়ে আর, শোষণ পাখিটি মায়া কাটিয়েছে সাম্রাজ্যবাদেই। অভিমানে, যে সব বতর্মান ফিরে গেছে সুদূর অতীতে, তারাও জানে অভিজ্ঞতায় তাঁড়ির রসে শীত নামে কিছুটা মাতাল। তুমি তাকে আভিজাত্য বলো, নীলরক্তের অহম আমি বলি, দূরে থাক মুদ্রাদোষ নেশায় শহর ছেয়ে গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।