আমাদের কথা খুঁজে নিন

   

বিড়ালের মত মিনমিন করা জয় চাই না।বিসিবির প্রতি একটা সুনির্দিষ্ট প্রস্তাব রইল

গত ২২শে মার্চ রাত এগারোটা। সারা বাংলাদেশ হতবিহবল, বিস্ময়ে বিমূড়, হতাশায় নিমজ্জিত, ১৬ কোটি মানুষ কাদছে। ভুল বললাম ১৫ কোটি ৯৯ লাখ ৯৯৯ জন ব্যক্তি এই রকম অবস্থাতে থাকলেও আমি কাদিনি, হতাশা ও ছুয়ে যায়নি। বরং অদ্ভুত একটা ঘোর লাগা অনুভুতিতে ছিলাম। অকল্পনীয় ভালো খেলোল বাংলাদেশ এর ছেলেরা।

বাংলার বাঘ রা। কাপ হয়ত জিততে পারেনি, কিন্তু যেটা জিতা দরকার ছিল সবসময় সেটাই জিতেছে। সারা বিশ্বের কোটি কোটি মানুষের মন। আপন আলোয় উদ্ভাসিত বাংলার বাঘ। এমনকি বিশ্বকাপ জিতার পরও এমন অর্জন পায়নি অনেক দেশ যা আমাদের দেশের ছেলেরা পেল।

লক্ষ্য কোটি সালাম ও সাধুবাদ এই ছেলেদের। এই অসাধারন অর্জনের পর সারাদেশ যখন আচ্ছন্ন তখনই দেখলাম কিছু মোটা মাথার ব্যক্তিদের অসার তর্জন গর্জন। অদ্ভুত এক যুক্তি তুলে ধরে দেশের অর্জনকে খাটো করার চেষ্টা। আজিজ চিমা রিয়াদকে রান নিতে বাধা দিয়েছিলেন তাই পাকিস্তান ৫ রান কাটার আবেদন। এই নিয়ে পানি কেমন ঘোলা হচ্ছে তা আশা করি সবাই জানেন।

সেদিকে আর যাবোনা। শুধু এইটুকুই আমার প্রস্তাব থাকবে, ১৯৭১ সালে যেমন জিবনের মায়া তুচ্ছ করে হাজার হাজার বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধে জাপিয়ে পরেছিলেন, তেমনি করে জিবনের মায়া ত্যাগ করে হলেও বাংলার বাঘ গুলো পাকিস্তান সফরে যাক ওদের গুড়িয়ে দেবার তীব্র প্রত্যয়ে। আমি স্বপ্ণ দেখি বিসিবির অথবা জৈনিক মুস্তাফা কামালের আগ্রহে নয়। খেলোয়াড়রা নিজের ইচ্ছাতে প্রয়োজনে সরকার, আইসিসিএর কাছে আবেদনপএ দিয়ে সকল বাধা উপেক্ষা করে পাকিস্তান সফরে যাচ্ছে প্রতিশোধের তীব্র নেশায়। সফরে হারুক জিতুক কোন ব্যাপার নয়।

যে সাহসী মনোভাব, যে লড়াকু মনোভাব বাংলাদেশ তাতে অর্জন করবে সমগ্র ক্রিকেট বিশ্ব এরপর থেকে দশবার ভাববে বাংলাদেশ সর্ম্পকে কোন নেতিবাচক মন্তব্য করতে। এটা হবে বাংলাদেশটির জন্য এক বিশালল অর্জন। দেশের এই অর্জনটির জন্য আমরা এই ত্যাগটুকু করতে পারি কিনা সবাই ভেবে দেখবেন বিড়ালের মত মিউমিউ না করে। পিছনের দরজা দিয়ে কোন কাপ ঘরে না এনে। বাঘের মত গর্জন করে মাঠে খেলে আনুন।

আবারও বলছি সফরটিতে হারলেও কোনো সমস্যা নেই। কারন তখন সবাই বলতে পারব, সাবাস, বাংলাদেশ এই পৃথিবী অবাক তাকিয়ে রয়। শত পরাজয়, তবু মাথা নোয়াবার নয় ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।