আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশকে বিড়ালের ফোন!

বৃটেনের আপদকালীন ৯৯৯ নাম্বারে একটা ফোন এলো। রিসিভ করার পর কোনো কথা শোনা গেল না। তক্ষুণি ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। কিন্তু বাড়ির দরজায় বারবার টোকা দিয়েও ভিতর থেকে সাড়া না মেলায় প্রতিবেশিদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জানতে পারে, বাড়ির মালিক জেমস ককসেজ ও তার বান্ধবী মনিকা ডে লা ক্রুজ দুজনেই অফিসে।

অবশেষে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকলো পুলিশ। ঘরের মধ্যে সন্দেহজনক কিছু চোখে পড়লো না পুলিশের। একসময় আলমারির পিছন থেকে বেরিয়ে এলো একটি বিড়াল। ব্রুস নামের জেমস ও মনিকার পোষ্য এই বিড়ালই ফোন করেছিল পুলিশকে।

বাড়ির কর্তা জেমস ফিরে এলে জানা গেল, শুরু থেকেই ল্যান্ডফোনের দিকে নজর ব্রুসের।

ফোন বাজলেই ছুটে আসে ফোন ধরতে। বিশেষ করে ফোনের ছোট ছোট বোতামগুলোর প্রতি আগ্রহ বিড়ালটির। থাবা দিয়ে বোতাম টিপতে চায়।

কিন্তু ব্রুসের একটা ফোন কলের জন্য জেমসকে গুনতে হলো কয়েকশ' পাউন্ডের একটা লম্বা চওড়া বিল। কী আর করা! আদরের বিড়াল বলে কথা!



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.