গলাবাজ আর সত্যিকারের লেখক এই ব্লগে টিকে থাকে, আমি কোনটাই না
বাচ্চাগুলোর জন্য কষ্ট হয়
নিজে নাহয় দুএকবেলা সহ্য করা যায়
নীচু ক্ষুধার্ত স্বরে ওদের মিউ মিউ
বসে থাকতে পারেনা মা বিড়ালটা
মাচার উপর থেকে এক লাফে
নষ্ট পৃথিবীতে সতর্ক পদার্পন
মালিকের নেড়ি কুত্তাটা আজকাল
তাড়া দেয়ার বিনোদনে মেতেছে
মাটি থেকে সজনে গাছ হয়ে পাচিল
কিছুটা সামনে এগুলে রান্নাঘরের টুকটাক শব্দ
কি মিলবে আজ ভিতরে কে জানে
মানুষের বাচ্চাগুলোর নেই কোন বিড়ালত্ব
গতকালইতো এক বালতি নোংরা পানি
ফেলেছিলো গায়ের মধ্যে, কি উল্লাস তাতে
কই ইচছা করে কোনদিনওতো
আচড়ে দেয়নি ওদের কারো নধর শরীর
ঐ বাড়ীর ছোট্ট ছেলেটা রোজ দুপুরে
অনেক করে খেতে দেয় যত্ন করে
আহা সব বাড়ীর সবাই কেন এমন না
না খাওয়া অংশটুকু হলেই তো চলে
থলেয় ভরে যতবার এসেছে ফেলে
ততবার যদি নিজেদের মনের নোংরামিটুকু
ফেলে দিতো অনেক দূরে
অনেক ভালো থাকতিস তোরা তোদের এই সংসারে।
(কবিতাটি শাহানা আপুকে উৎসর্গ করা হলো)
ছবি কৃতজ্ঞতা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।