আমার ব্যক্তিগত ব্লগ
বিড়াল নিয়ে যতই লিখিনা কেন, আসলে বিড়াল সম্পর্কে ধারনা খুব একটা নেই। বাসায় আম্মাকে বলতে শুনি শিকারী বিড়ালের জাত। অর্থাৎ এই জাতের বিড়াল ইঁদুর তো বটেই, তেলাপোকা, পিপড়া, টিকটিকি, পাখি কিছু তাড়া করতে ছাড়ে না।
বোনেরা দেখি কখনও কখনও বলে রাস্তার বিড়াল। যেগুলোর শিকারে মন নেই, এরা খায় আর ঘুরে বেড়ায়।
ছোট বেলায় একটা গল্পের বই পড়েছিলাম, সিয়ামিজ বিড়াল। সম্ভবত: বইটার নাম ছিল "আবুদের এ্যাডভেন্চার"। ওখানে জানলাম এই বিড়ালের লোম দিয়ে নাকি জাদুটোনা করা হয়। দুনিয়াতে এই একটা জাতের কথায় জানা আছে, তাও গল্পের বইয়ের কল্যানে।
আজ যে ছবিটা দিয়েছি, সেটা পারসিয়ান বিড়াল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।