আমাদের কথা খুঁজে নিন

   

বিড়ালের জলে ডোবা

পড়তে পড়তে পাঠক ই রয়ে গেলাম

চারপায়ে সাতার, কুলে ফেরার প্রানান্ত চেষ্টায় নিমজ্জিত বিড়ালের মত আমাদের কাইকুই জলে আমাকে ফেললো টা কে? বক্ষব্যাধি হাসপাতালে নেই কোন খালি বেড এখন মেঝেতে শুয়েই আমার সাময়িক প্রশান্তি পাতালে নয়, আছি হাসপাতালে, আমি আসলে কে? আমার ঘাড়ে কারো আঙ্গুলের কারুকাজ নিজেকে গোল করে ঘিরে রাখা, আদরের প্রত্যাশা সাদা কালোর মিশেলে আমি সেই আদুরে বিড়াল। মহল্লায় মহল্লায় ছাল ওঠা কুকুরের টহল আমার সাময়িক লুকিয়ে থাকার অনেক গুলো জায়গা জলে না পড়লে আমার চেয়ে স্বাধীন আর কে? হারিয়ে যাওয়া স্বজনপ্রিতী, লুপ্তপ্রায় মানবতার উদাসীনতায় হাজারো বিড়ালের ভীড়ে আমার জলে পড়া কারো চোখে না পড়েই আবারো তীরে এসে ওঠা এরকম নিত্য হলে, কবি হবে নিশ্চুপ 'বেড়ালের জান' বলে শব্দদ্বয় হবে বিলুপ্তপ্রায় আমার হবে না আর জলে ডোবা ভাবার সময় ক্ষীন হতে হতে শীর্নপ্রায় বহতা নদী এখন শুষ্ক অগভীর খাদ ভাওয়াইয়া গাওয়া গরুর গাড়ীর পথ মাত্র বৃক্ষ উজাড়ে দক্ষ জাতির কাছে নেই গরুর গাড়ীর চাকা জাতীয় ঋনে মহাজনের ট্রাক্টর ই আজকের ভরসা মাংসের দোকানে গরুর জায়গায় মহিষের মাংস পাকা তাই আজ ভেসে থাকার ভান ও করতে হয় না ডুবে যাবো বলে কেউ আজ ভাবেও না "বিড়ালের জলে ডোবা" তাই শুধুই কবির কল্পনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।