আমি নিজের মাঝে খুজে পেতে চাই আমার আমাকে। যেতে চাই বহুদূর। চীন সরকার একটা নতুন আইন তৈরি করেছে যাতে বলা হয়েছে যে, আইনজীবীদেরকে ক্ষমতাসীন কম্যুনিস্ট পার্টির নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করে শপথ করতে হবে। দেশটির বিচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রদর্শিত এক প্রজ্ঞাপনে দেখা যায়, আইনজীবীদের জন্য একটি বিশেষ শপথনামা তৈরি করা হয়েছে। চীনা আইনজীবীদের সম্মান, পেশাগত, রাজনৈতিক এবং নৈতিক আদর্শবোধকে বৃদ্ধি করার জন্য এ শপথ প্রণয়ন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
আইনজীবীদের চীনা আইন চর্চার অনুমতিপত্র পাওয়ার তিন মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে শপথ নিতে হবে। এই আইন সেসব আইনজীবীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে_ যারা তাদের বর্তমান অনুমতিপত্রকে নবায়ন করতে চান। তবে চৈনিক আইন চর্চা করে না এমন নিবন্ধিত বিদেশি আইনজীবীদের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হবে না। চীনা আইনজীবীদের এ মর্মে শপথ করতে হবে যে, 'আমি চীনের একজন জাতীয় আইনজীবী হতে আগ্রহী। চীনের সমাজতান্ত্রিক আইন ব্যবস্থার অধীনে একজন কর্মী হিসেবে আমি এর পবিত্র লক্ষ্য বিশ্বস্ততার সঙ্গে পূরণের প্রতিজ্ঞা করছি।
আমি প্রতিজ্ঞা করছি যে, আমি মাতৃভূমি ও জনগণের প্রতি অনুগত থাকব এবং কম্যুনিস্ট পার্টির নেতৃত্বকে সমর্থন করব। মন্ত্রণালয়টির প্রজ্ঞাপন অনুযায়ী, শপথনামাটিতে আইন পেশার প্রকৃত মূল্যবোধসমূহ, আনুগত্য, জনসেবা, ন্যায়বিচার ও সততার বিষয়গুলোর প্রতিফলন ঘটেছে। তবে চীনের মানবাধিকার আইনজীবী জিয়াং তিয়ানং ওয়াশিংটন পোস্টকে বলেছেন, 'আধুনিক সমাজে এ ধরনের ঘটনা খুবই হাস্যকর। আইনজীবীদের একটি দলের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে- অন্য দেশে এটি অকল্পনীয়। জিয়াং আরো বলেন, একজন আইনজীবীর প্রধান কাজ হলো, তার মক্কেলের অধিকার উদঘাটন করা এবং আইনকে সম্মান করা।
পক্ষান্তরে নাম প্রকাশে অনিচ্ছুক চীনের বিখ্যাত একটি আইন ফার্মের একজন অংশীদার বলেন, তিনি বিশ্বাস করেন শপথ গ্রহণের এ নতুন বিধানটি আইনচর্চাকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করবে না। তার কথায়, চীন যেহেতু একদলীয় শাসনব্যবস্থার দেশ, এ শপথনামাকে তাই 'দেশের প্রতি আনুগত্য' হিসেবে বিবেচনা করা উচিত। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।