আমাদের কথা খুঁজে নিন

   

যে সব শিরোনামে পোষ্ট দিলে পোষ্ট অবশ্যই হিট হবে(হিট সিকারদের জন্য অবশ্য অবশ্য পাঠ্য)

ব্লগার না পাঠক হওয়ার চেষ্টায় আছি লেখালেখি করে হিট খাওয়া অনেক ব্লগারেরই মনের সুপ্ত ইচ্ছা। কিন্তু, অনেক কারনে অনেক ব্লগারই বুঝতে পারেন না কি পোষ্ট দিয়ে তিনি চেলিব্রেটি থুক্কু সেলিব্রেটি ব্লগার হবেন। যারা বিভিন্ন গোল্ডেন এ+ শ্রেণীর ব্লগারের হিট দেখে তাদের তুলনায় নিজের হিট সংখ্যা দেখে যারপরনাই হতাশ, এই পুষ্ট খান তাহাদের জন্য বাইবেল স্বরুপ... সাধারণত বলা হয়ে থাকে “নামে কি আসে যায়”। কিন্তু এই হালের ডিজুস জমানায় এই তত্ত্ব অর্থহীন। বিশেষত ব্লগে শিরোনামই সব।

আমার কথা না। অনেক বিখ্যাত বিখ্যাত ব্লগারগণই কমেন্টে লিখেন “শিরোনাম দেখিয়াই পুষ্টে আসিয়াছি”। তাই হিট-প্রত্যাশী ভাই-ব্রাদারদের জন্য আমি কিছু শিরোনাম দিয়ে দিলাম যা দিলে আপনাদের পুষ্টে হিট হবেই হবে। বোনাস হিসেবে ঐসব পুষ্টে কি বিষয় দিবেন তারও একটা সার সংক্ষেপ দিয়ে দিলাম। ১।

...............(চরম ভাবে ১৮+) বিষয়বস্তুঃ উপরের শুন্যস্থানে আপনি যা কিছু লিখতে পারেন। কুনু অসুবিধা নাই। তবে ব্র্যাকেটের কথাটিই সকল হিট বহন করবে। বেশীরভাগ ক্ষেত্রেই আপনি ১৮ পিলাচ কৌতুক দিতে পারেন। আবার গল্পও দিতে পারেন।

তবে খুব কঠিন গল্প দিতে যাবেন না যেন। তাহলে হিটের পাশাপাশি আপনি ব্যানও খেয়ে যেতে পারেন!! আর এত কষ্ট করে কৌতুক গল্প না লিখে আপনি যদি পুষ্টের ভিতরে প্রথম কয়েক লাইন ডট দিয়ে তারপর লিখে দেন যে আর কিছু নেই তাতেও হিট হবে। তবে কয়েকজন ব্লগার আপনার উত্তেজত ভঙ্গিতে গালি গালিজ করতে পারেন। কারণ উনারা উনাদের মূল্যবান সময় নষ্ট করিয়া এই ফালতু লেখা খুলে উনাদের নেটের মেগাবাইট থুক্কু কিলোবাইট নষ্ট করেছেন। অবশ্য উনাদের গালি মূখ্য কথা নহে... হিটও আপনার জন্য মূখ্য।

সুতরাং এগুলাকে একটুও পাত্তা দিবেন না... ২। আমি আস্তিক, আপনি আস্তিক তো?? বিষয়বস্তুঃ আপনি আস্তিক কি নাস্তিক সেটা এই পোষ্টের মূল বিষয়বস্তু নহে। মানে আপনি নিজের আস্তিকতা যুক্তির সাথে তুলে ধরলে কুনু হিট পাবেন না!! পোষ্টের মূল বিষয়বস্তু হবে নাস্তিকদের ঝাড়ি আর গদামের উপ্রে রাখলে। জনৈক একজন বিশিষ্ট ব্লগার ব্যাতিত সবাইকে ঝাড়ির উপরে রাখতে পারেন। কারণ ঐ ব্লগারকে ঝাড়ি দিতে গেলে নগদে সুলেমানী ব্যান খেতে পারেন।

যদিও ব্যাপারটি সম্পর্কে আমি নিশ্চিত নই। ৩। জয় নাস্তিকের জয় বিষয়বস্তুঃ নাস্তিকতা অনেক উন্নত বিদ্যা, যাদের লজিক আছে তারাই কেবল নাস্তিক- এসব দিয়ে পোষ্ট হিট করাতে পারবেন না। পোষ্ট হিট করাতে যেটা করা লাগবে সেটা হল যে কোন আস্তিককে গদামের উপ্রে রাখবেন। হোক সে ব্লগার অথবা সাধারণ পাব্লিক।

দরকার হলে একাধিক মাল্টি নিক নিয়ে ঝাপিয়ে পড়তে পারেন। তাছাড়া, বিভিন্ন ধর্ম-প্রচারকদের উপর ব্যাপক হারে ব্যাক্তি-আক্রমণ চালাতে পারেন। ৪। কি দিয়েছেন জাফর ইকবাল দেশকে বিষয়বস্তুঃ জাফর ইকবাল কি দিয়েছেন আর কি দেন নি এইসব ফালতু জিনিস গোবেষণা করার কাজে হুদাই টাইম নষ্ট না করে আপনি জাফর ইকবালের কড়া কোন সমালোচনা করুন। সমালোচনা করার মত কিছু না পেলে বলতে পারেন কিভাবে তিনি বিভিন্ন সেমিনার-টেমিনারে গিয়ে হুদাই টাইম নষ্ট করেন।

ছাত্রদের পড়ায় কখন ইত্যাদি ইত্যাদি নিয়া একখান ভিরাট জ্ঞান-গরভ পুষ্ট দেন। বিশেষ ভাবে মনে রাখবেন, উনার সেমিনারে যাওয়ার কথা বলার সময় কিন্ত ভুলেও শুক্রবারের নাম নিবেন না। তাহলে কিন্তু আপনি কট খেয়ে যেতে পারেন। ৫। নিজামী একজন ভাষা সৈনিক বিষয়বস্তুঃ এ পুষ্টে ভাষা- আন্দোলনে নিজামী আঙ্কেলের বিশেষ অবদানের কথা সবিস্তারে বর্ণনা করতে পারেন।

আপনি কুনু সঠিক প্রমাণ দেখাতে না পারলেও ক্রমাগত চিল্লায়ে যান এবং নিজের সর্বস্ব দিয়ে হলেও উনাকে ভাষা সৈনিক প্রমাণ করার চেষ্টা করেন। এক্ষেত্রে আপনি ব্লগারদের চক্ষুশুল হতে পারেন ও ঝাড়িও খেতে পারেন। তবে বর্তমানে সামুতে মাইনাস বাটন নেই দেখে আপনি নিজেকে অবশ্যই ভাগ্যবান দাবী করবেন। আর বিশেষ ভাবে মনে রাখবেন, অধিক যুক্তি দেখাতে গিয়ে ভাষা-সোলজারের স্থলে উনাকে আবার ভাষা-শহীদ বলবেন না যেন। ৬।

ছাত্র-রাজনীতিই দেশ উন্নয়নের হাতি+আর বিষয়বস্তুঃ এ পোষ্টে আপনি ছাত্র-রাজনীতির গুনগান গাইতে পারেন। পডা-লেখার পাশাপাশি ছাত্ররা চাপাতি-বর্ষা বা তীরের যতেচ্ছ ব্যবহার করে দেশকে উন্নতির দোরগোড়ায় নিয়ে যাচ্ছেন- এ সম্পর্কিত বিরাট পুষ্ট দিতে পারেন। আপনি আপনার পক্ষে এ ভাবে যুক্তি দেখাতে পারেন যে ছাত্ররা চাপাতি-টাপাতি কিনে দেশের অর্থনৈতিক অবস্থাকে সচল রাখছে, ওই সব ব্যবসার সাথে সংশ্লিষ্ট লোকেরা এখন খেয়ে পড়ে বাঁচতে পারছে এইসব নিয়ে পোষ্ট দিবেন। তবে মনে রাখবেন কখনই বলবেন না যে ছাত্র-রাজনীতির জন্য পড়ালেখার ক্ষতি হয়, বড়জোড় এতটুকু বলতে পারেন পড়া লেখার জন্য ছাত্র-রাজনীতির ক্ষতি হয়। ৭।

ব্লগার অমুককে লুল বললেন ব্লগার তমুক বিষয়বস্তুঃ এ পোষ্টে জনৈক একজন ব্লগারকে আরেকজন ব্লগারের দেওয়া উপাধিতে ভূষিত করবেন। পোষ্ট বেশি লাইন হওয়া লাগবে না। এক-দুই লাইন হলেও হবে। শুধু ব্লগারের নাম দুটি থাকলেই চলবে। ঘটনা সত্য আর মিথ্যা কুনু ব্যাপার না।

আপনি পোষ্ট দিয়ে ঘুমাতে যাবেন সকালে এসে দেখবেন ঐ দুইজন ব্লগারের ভক্তকুলের যুদ্ধে আপনার পোষ্টে শ খানেক কমেন্ট পড়ে গেছে। ৮। মেয়েরা এমনি হয় বিষয়বস্তুঃ পোষ্টে আপনি আপনার জীবনের কোন ছ্যাঁক খাওয়ার ঘটনা আদ্য-পান্ত বলবেন। তবে অবশ্য অবশ্য যেটা মনে রাখবেন সেটা হল কোন অবস্থাতেই নিজের কোন দোষের কথা লিখায় লিখবেন না। তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে।

তাছাড়া, বর্তমান যুগে ফ্লেক্সির দোকান থেকে মেয়েদের নাম্বার ভাইরাসের মত ছড়িয়ে পড়ার জন্য যে মেয়েদের মুবাইল ব্যবহারই দায়ী এ বিষয়ে বিস্তারিত লিখতে পারেন। ৯। ফ্যাশন শোঃ দেশ ধংসের হাতিয়ার(ছবি-ব্লগ) বিষয়বস্তুঃ পোষ্টে আপনি ঢাকা বা দেশের যে কোন স্থানে সংঘটিত ফ্যাচান শো এর ছবি দিবেন। আপনার লিখা হিট কামাতে ব্যর্থ হলেও অই ছবি ব্লগ শব্দ দুটো আপনাকে সকল হিট এনে দিবে। তবে ফাউ কামে ফ্যাচান শুয়ের ফলে দেশের যুবসমাজ কেমনে নষ্ট হয় এগুলা লিখা কুনু লাভ নাই।

কারণ আপনি এত কষ্ট করে লিখলেও ঐ যুবসমাজ এসব লিখা পড়ে হুদাই টাইম-নষ্ট করবে না। উহারা কেবল ছবি ব্লগ গিলবেন। তাই ফ্যাচান শুয়ের ছবি সংখ্যা যত বেশি হবে হিট সংখ্যা তার ঘনের সমান হবে। ১০। প্রভা-চৈতির পর এবার মিলা বিষয়বস্তুঃ প্রভা আপুর কাজ-কর্মের পর যে চৈতি আপুর কাজ- কর্মের লাইভ ভিডিও জনগন দেখে উহাদের ছুড়ে ফেলে দিল তা সত্ত্বেও মিলা আপুর নতুন ভিডিও বের হওয়া সত্যিই দুঃখজনক।

দেশের অধঃপতনের এ এক উল্লেখযোগ্য নিদর্শন—এতুটুকু লিখলেই পুষ্ট হিট। তবে কমেন্টে ব্লগারগণ অতি অবশ্যই ভিডিও চাইবেন। দিতে না পারলে আপনের কপালে শনি আছে। কাজেই আপনার কাছে যদি ভিডিও না থাকে তাহলে অবশ্যই শিরোনামে “সাহায্য চাই” শব্দদ্বয় লিখে দিবেন এবং লিঙ্কের জন্য কাতর কন্ঠে আবেদন জানাবেন। উপ্রের শিরোনামে পুষ্ট কেবল হট বা হিট সিকারদের জন্য।

বিশেষ ভাবে মনে রাখবেন, উপ্রের যে কোন এক খান পুষ্ট দিলে আপনে ভয়ানক হিট খাইতে পারেন এবং হিটের জন্য “হিট স্ট্রোক” হলে আমি বিন্দুমাত্র দায়ী থাকব না। তবে কয়েকটা পুষ্টের সাথে বোনাস হিসেবে শ খানেক ঝাড়িও ফ্রি পাবেন। হালের এই যুগে কিছু ফ্রি না পাইলে আর কি চলে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.