সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!
১.
নির্বীর্য নাগরিক সভার বৈঠক,
মাঝে মাঝেই সে বৈঠকে আমন্ত্রন থাকে
আমার কবিতা পাঠের,
মুখ সর্বস্ব তোমরা ভান ধরে থাক,
নিজেকে প্রমান করতে নির্মৎসর....
বক্তৃতার পরপর চা পান,তারপর আবার ও...
আবেগের কটিবন্ধে হাঁস-ফাঁস করি আমি
কখন সময় হবে!
নিশি নিলয়ে স্থগিত থাকে সিদ্ধান্ত....
রাজস্বহীন,কম্পনশূন্য নিরাভরন পৃথিবীর জন্য কিছু করতে-
দীর্ঘদিন ধরে ঝুলছে....
না জানি ঝুলবে আরো কতদিন!
২.
প্রখর রৌদ্রে তোমার মুখটি যেন হিমালয়,গলে গলে নদী হয়ে যায়..
যখন মিতালী ছায়া খোঁজে,শালিক থাকে কর্মহীন,
বন-বৈভব পোড়া রোদের শেষ টার্গেট...
তখন তুমি হাতল ঘোরাও আলকাতরা লাগানোর সুবিধায়,
ঘোরাতেই থাকো হাতল..........
তোমার কপাল বেয়ে মায়ারা ঝরে,তোমার ঘামে শুদ্ধতার তেজ,
তোমার উপার্জিত অর্থ শুধু অর্থ নয়,শ্বেত পায়রার পালক।
তোমার বাহুতে অযুত লক্ষ শিরা বহন করে রোজ পূন্যের শীতল-পাটি।
খাতিরনাদরত তুমি,প্রতিদিন নতুন কাজে হাত দাও,
নতুন করে চেনাও নিজেকে,ঘাড়ে রাখা গামছায় বাঁধ দাও নদী,
পবিত্র হয়ে যাও মুহূর্তে,
হ্যাঁ তোমার মুখটি বড় বেশি হিমালয়ের মত পবিত্র...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।