আমাদের কথা খুঁজে নিন

   

চন্দ্রাহত ( প্রিয় শিরোনামে আরও একটা লেখা । )

অবাধ্য স্বপ্নেরা কথা বলার ছলে এদিক সেদিক খুব আনমনে ওড়ে , এই নিঃস্ব মনের সাধ্যি নেই সাথে উড়বার সাধ্যির কাছে উদ্ধত পরাজয় ! ওকে কাছে রাখতেই এক বিকেলে সবাক স্বপ্নের বীজ বুনলাম যত্নের কমতি ছিলো না একফোঁটা একসময় জেগে উঠলো ছোট্ট চারা গাছ ; স্বপ্ন আমার মনের বাইরে চোখ ছুঁলো কি সবজে হলুদ স্বপ্ন ! একসময় স্বপ্ন হলো মন বৃক্ষ আমার আঙিনা পেরিয়ে তোমার ঘরে ওর ছায়া , শেকড় গুলো পাঁচিল গলে লুটোপুটি খায় আলতা পায়ে । অবাক চোখে দেখি স্বপ্ন মিলিয়ে যায় তোমার আদরে আমার আড়ালে সে হয় তোমার । শুধু আমি একা , বসে থাকি শূন্য চোখে কান পাতি তোমার দেয়ালে , শুনি কাঙ্ক্ষিত কথোপকথন যার একটা শব্দেও আমি নেই ! ০৪/০৩/২০১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।