আমাদের কথা খুঁজে নিন

   

গৃহপালিত অথবা মৃতের গল্প

পরিচয়: মানুষ; ঠিকানা: পৃথিবী; ধর্ম: মনুষ্যত্ব তিড়িং-বিড়িংযের দিন ফুরায়েছে; তিনু এখন তিন ঠ্যাং-এ হাটে! আর দুয়েকটা ছা-বাছুর, তারপর ঠিকঠাকই গৃহপালিত। এ পাড়ার সবচেয়ে উড়ালমুখী জবা ফড়িয়ের ইদানিং ডানা নেই__ সুতরাং অবেলায় অবরোধে বসন্ত ওখানে মৃত। বিস্ফারিত হাসি আর কান্নার সুর ক্রমশ মিহি কোমল নতজানু; সারাদিন যেখানে ইচ্ছে সেখানে__ এখন বারান্দা পেরুতে বারণ। চারকোণে ক্রমশ ম্রিয়মান চাঁদ গলে গলে ঝরে গেলে মাঝরাতে তিনু-রা আবাদি হয়, পুঁজ ও পাঁজরের জৈবে বেড়ে ওঠে আমন! তিনু এখন শিমুল তুলোয় বোনা কারো ব্যাক্তিগত কোলবালিশ__ আরামদায়ক বিছানাসঙ্গী; নদী তবু প্রবল জোয়ারে ঢেউ না। ইদানিং সে কেবল শারীরিক আপত্তিকর, কারো অনৈতিক সুস্বাদ; দিন ফুরায়েছে, এখন সে আমার কেউ না__ আমাদের কেউ না… (তিন্নি__ একটি দূরবর্তী নাম; স্নেহের মিহি সুরে একদিন যে তিনু হয়েছিল।) ২৪/০৩/২০১২ইং বেলকম, সাউথ আফ্রিকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.