আমাদের কথা খুঁজে নিন

   

গৃহপালিত......

মানুষের জন্য কাজ করতে ভালবাসি....বিনিময়ে একটু শান্তি চাই.....। আজ কয়েকদিন ধরেই মনে হচ্ছে কিছু লিখি.........সবাই কত কিছু লিখে...কবিতা,গল্প, আর্টিকেল ...আরও কত কিছু...কিন্তু আমার অতো মেধা নাই... কিন্তু তারপরও লিখতে ইচ্ছা করে... আজ কয়েকদিন ধরে শুধু জাবর কাটা গরুর মতো খাচ্ছি, চিবাচ্ছি আর ঘুমাচ্ছি। সামনে একটা কঠিন ইম্পরট্যান্ট পরীক্ষা আছে কিন্তু তাও আমার কোনও হুশ হচ্ছেনা। এক্সামটার জন্য যে পরিমান স্টাডি করতে হবে সেটা চিন্তা করতেই পেটের ভাত চাউল হয়ে যাইতেছে...তার উপর আবার কয়েকদিন ধরে আক্কেল দাতের ব্যাথায় অস্থির হয়ে আছি। সকালে ঘুম থেকে উঠার পর আয়নায় নিজের চেহারা সেইরকম দেখার মতো হয়ে থাকে।

একপাশ ফুলা আর অন্য পাশ বেকা। হাহাহাহাহাহা। এর সাথে উপরি পাওনা আমার আম্মার খোঁটা। বেচারি তার ব্লাড প্রেসার ঠিক রাখার জন্য সারাদিন আমার সাথে নন স্টপ খেচ খেচ করতেছে। কয়েকদিন আগে আম্মার কাছে থেকে ১৩০০০ টাকা ধার নিছিলাম।

বার বার বলতেসি যে মাসের শেষে দিয়ে দিব তারপর সে সারাদিন আমার কানের কাছে এফ এম রেডিওর মত “আমার টাকা কবে দিবি কবে দিবি কবে দিবি” করে চিল্লায়ে কানের পোকা মেরে ফেলতেছে...হাহাহাহাহাহহাহা... এটাকে উল্টা পাল্টা ব্যাপার মনে করার কোন কারণই নাই। কারণ আমার আম্মার আদর এরকমই। সে সারাদিন পান চিবায় আর মোবাইল ফোনের রিমাইন্ডারেরে মত প্রতি আধ ঘন্টা পর পর আমারে এসে ঝারে। আর আমি ৩২টা দাত বের করে তার ঝারি খাই। হেহেহেহেহেহেহ।

সে যে আমার কাছে আসলে এখুনি টাকা চাচ্ছে বেপারটা তা না। ব্যাপারটা হল তার সারাদিন কিছু একটা নিয়ে ব্যস্ত থাকতে হবে। বাসার মধ্যে আপাতত আমি আর আম্মা সারাদিন একসাথে থাকি। তাই আমি হচ্ছি এখন তার কথা বলা, কথা শুনা আর ঝাড়ি খাওয়ার একমাত্র অবলা প্রাণী। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে নাস্তা করে সবাইকে ধন্য করলাম।

এখন পড়তে বসার প্ল্যান করতেছি...... সবকিছুর পরও আল্লাহর রহমতে বহুত চাঙ্গা আছি... আলহামদুলিল্লাহ... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.