আমাদের কথা খুঁজে নিন

   

গৃহপালিত পশু

এই ব্লগের কোন লেখা আমার অনুমতি ব্যতীত কোথাও ব্যবহার না করার অনুরোধ করছি

আজ এক পুরোনো বান্ধবীর সঙ্গে আলাপ করছিলাম। অনেক কথাই হল, কথা প্রসঙ্গে ও হঠাৎ নারী বিষয়টিকে অভিহিত করল গৃহপালিত পশু হিসেবে। আমি হতভম্ব হয়ে বসে ছিলাম কিছুক্ষণ। হতভম্ব হওয়ার মতোই কথা, নারী নিয়ে বিশ্বে আলোচনা কম হয়নি, কম কাব্য রচনা হয়নি, কম সাহিত্য সৃষ্টি হয়নি। কত হাজার রকম উপমা দেয়া হয়েছে এই নারীকে তার ইয়ত্তা নেই। ড. হুমায়ুন আজাদ রচিত নারী বইটিতে সন্নিবেশিত হয়েছে নানা রকম মতবাদ, ফ্রয়েডিয় মতবাদ, আরবীয় মতবাদ, আরও আরও মতবাদ.....সবই শুধু এই নারীকে কেন্দ্র করে। বই পড়া আমার নেশা, একমাত্র ভালো লাগার মতো কাজও বলতে পারি, তাই এইসব উপমা আমিও অল্পবিস্তর জানি, প্রয়োজনে হয়তো কোথাও ব্যবহারও করে থাকি, কিন্তু আজ পুরোনো বান্ধবীর সঙ্গে স্মৃতিচারণের মূহুর্তে আমি থমকে গেলাম নারীর এমন মোক্ষম উপমা শুনে, লজ্জ্বা হল ভীষণ; হাজার বছরের সভ্যতা, সমাজতন্ত্র, পরিবারতন্ত্র, প্রথা এবং আইন অর্থহীন মনে হল হঠাৎ। বলা বাহুল্য, এরপর আর আলাপচারিতা আগায়নি, দুই এক কথায় শেষ করলাম বাকি কুশল বিনিময় পর্ব, এবং চুপচাপ রেখে দিলাম। চোখ বন্ধ করে আমার চারপাশে তাকালাম, মনের চোখ খুলে দিলাম সম্পূর্ণ, স্তব্ধ হয়ে ভাবলাম কিছুক্ষণ, অল্প কয়েকটা ব্যতিক্রম চোখে ভাসল, কিন্তু অবশেষে বান্ধবীর কথাটা মেনে নিতে বাধ্য হলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.