সদা নিরুপায় তবুও অকুতোভয় বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী "অসামাজিক কার্যকলাপ" কাকে বলে? জানার প্রচণ্ড পরিমান আগ্রহ আমার।
এর পরিধিতে কারা পড়বে, আর কারা পড়বে না এটা জানাও খুবই দরকার হয়ে পড়েছে। "অসামাজিক কার্যকলাপ" এর আওতার মধ্যে কি শুধুই খোলা জায়গা আর আমজনতার এখতিয়ারের বিষয়বস্তু নিহিত?
এর জবাব কে দেবে?
কক্সবাজারের সব হোটেলে, রাজধানী তথা সারা দেশে যেখানে যেখানে দুই তারকা বা ততোর্ধে হোটেল আছে সেখানে সব চলে। ওই সব জায়গায় কোন নারীকে সঙ্গে নিয়ে গেলে বলতে হয় না এটা আমার স্ত্রী। কিন্তু কমদামী হোটেলে গেলেই শোনা যায় বহুত কেচ্ছা কাহিনি।
তার উপরে তো পুলিশের ঝক্কি আছেই। সবাই তো আর খারাপ কাজে যায় না। প্রয়োজনেই তো যায়, তাই না?
মাঝে মধ্যেই আমরা দেখতে পাই, শুনতে পাই, অমুক আবাসিক হোটেল থেকে অসামজিক কার্যকলাপের দায়ে এতো জন গ্রেফতার ইত্যাদি ইত্যাদি....
কিন্তু আমরা কখনো কি শুনেছি, শেরাটন, সোনারগা থেকে কাউকে গ্রেফতার বা আটক করা হয়েছে? তার মানে তো এই না যে এগুলো উপাসনালয়! ওখানে খারাপ কর্ম চলে না !
এখানেও তো অসামজিক কার্যকলাপ চলে, চলে মদ পান, তথাকথিত অনুষ্ঠানের নামে অশ্লীল নৃত্যানুষ্ঠান, সারা রাতভর দেহ খেলায় মেতে থাকে।
তাহলে সেখানে কেন অভিযান চালান হয়না?
ওগুলো আওতার বাহিরে? নাকি অভিজাত হলে 'দেহব্যবসা' সরকার কর্তৃক অনুমোদিত হয়?
নাকি টাকা থাকলে সব ওকে, টাকা না থাকলে আইনের মুলা? টাকাওয়ালা হলে কি সে আইনের উর্ধে?
থার্টি ফার্স্ট নাইটে আমজনতা রাতে ড্রিংকস করতে পারেনা। আমাদের আইন রক্ষাকারী বাহিনীর নির্দেশ থাকে।
কিন্তু তিন তারকা না তার উর্ধের অভিজাত হোটেল গুলোতে শুধু কি ড্রিংকস, চলে সব কিছু!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।