ছেলেটির নাম বাবু, বয়স যখন ছয় অথবা সাত ঠিক তখনই টের পায় সে অন্যদের মতো নয়, মানুষের সংগে মানুষের সামাজিকতা বজায় রাখতে গেলে প্রথম যেটা লাগে তা হলো কথা বলা, মুখ খোলা, আওয়াজ করা, একে অন্যের সংগে সম্পর্ক যাই হোক না কেনো,সেটা হোক না চেনা কি অচেনার,বন্ধুত্বের কিংবা মৌখিক আলাপ পরিচয়ের, সামাজিক হতে হতে গেলে মানুষ মাত্রকেই মুখ খুলতে হয়, বাবুর সমস্যাটা এখানেই, খেলার মাঠে আর স্কুলে বা বন্ধুদের আড্ডায় সে কারো সাথেই সহজ হতে পারেনা, কথা বলতে গেলে তার মনে হয় সবাই হেসে উঠবে, সবসময় তাই চুপচাপ ই থাকে বাবু, স্কুলে কিংবা মাঠে, ঘরে কিংবা বন্ধুদের আড্ডায় থেকেও যেনো নেই বাবু নিরুপায় নিঃসংগ হয়ে পরে বাবু এতো মানুষের ভিরে. যতোই বড় হতে থাকে যেনো ততই গুটিয়ে যেতে থাকে সে, শৈশব পেরিয়ে যখন কৈশোরে বাবু তখন তার দুনিয়াটা আরো ছোট হয়ে এসেছে,. এখন সে স্কুলে যেতে ও ভয় পায়, ধিরে ধিরে সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পরছে,. সারাদিন একা একা ঘরে বসে থাকে, কারো সাথে কথা ও বলেনা, দুর্বলতা প্রকাশ হয়ে যাবার ভয়ে, নিজের সাথে নিজে কথা বলে আবার নিজেই উত্তর দেয়.. বাইরের দুনিয়ার সাথে এখন তার কোন যোগাযোগ নেই, সোহেলকে দেখলে বাবুর খুব হিংসা হয়, সোহেল কি সুন্দর করে সবার সাথে কথা বলে, সবাই তাকে পছন্দ করে.. বাবু একটা দির্ঘস্বাস নিয়ে মনে মনে বলে ইস আমি যদি সোহেল হতাম...! বাবুর চাওয়াটা কি খুব বেসি??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।