আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষায় আছি (অপেক্ষায় ... নাজির নয় , এখন অপেক্ষায় আমরা দেশবাসী ?)

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

একসময় খুবই দেখা যেত , দেয়ালে দেয়ালে " অপেক্ষায় ... নাজির " । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সেই মাধবকুন্ডু কিংবা কক্সবাজার , যেখানেই যান দেখা পাবেন সেই প্রতীক্ষায় নাজির । প্রতীক্ষারত সেই নাজিরের বোধহয় প্রতীক্ষা এখন শেষ ।

তার প্রতীক্ষা সফল হলো কিনা নাকি তাকে ডাক্তারের শরনাপন্ন হতে হয়েছিল তা আমরা জানিনা । নাজির আর দেয়ালে কিছু লেখেননি । সেই প্রতীক্ষার শুরু না হতেই আমাদের আবার প্রতীক্ষার পরীক্ষায় ফেললেন রাষ্ট্রের সেনাপতি । তিনি মহান । তিনি করুণাবশত আমাদের উপর মার্শাল 'ল চালাননি (এই ল' র ই যে অবস্থা জানিনা মার্শাল 'ল না জাসি কি ?!!) ।

সে কথা আমরা মনে রেখেছি । তবে তারপরও বারবার তিনি আমাদের কি করুণা করেছেন তা স্মরণ করিয়ে দেন । যদি তিনি বারবার দাবি করে এসছেন তিনি ক্ষমতা বিলাসী নন , তিনি সরকারের কাজে কোন হস্তক্ষেপ এমনকি নাকও গলান না তবু সকল জরুরী সিদ্ধান্ত আমরা তার মুখ দিয়েই সবার আগে শুনতে পাই । সদ্য তিনি যুক্তরাজ্য সফরকালে নানা কথা বলেছেন । আমাদের গণতন্ত্র আর নির্বাচনের ব্যাপারে তিনি আমাদের অপেক্ষা করতে বলেছেন ।

আমরা পুরো জাতি অপেক্ষায় আছি । যেমন ১১ জানুয়ারীর পর আমরা দেশে স্বাভাবিক এবং দল নিরপেক্ষ সরকাররের অপেক্ষায় ছিলাম তেমনি আবারো পুরো জাতি , আমরা সেনাপ্রধানের কথা মতন অপেক্ষায় আছি । আমরা গনতন্ত্র ফেরত চাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।