আমাদের কথা খুঁজে নিন

   

আমি অপেক্ষায় আছি

শুনেছি তুষার পড়বে আজকে। খুব করে অপেক্ষায় আছি সাদা তুষারের চাদরে ঢেকে যাওয়া শহরটাকে দেখব বলে। শহরের আনাচে কানাচে রাতের বেলায়ও আলোকিত হয়ে যাবে শুভ্র তুষারের আলোতে। ভাবি মায়াময় সেই আলোতে তুষার ঢাকা একটি নির্জন রাস্তায় ঠাণ্ডা থেকে বাঁচার জন্য হাতে বিয়ারের বোতল আর পাশে প্রাণপ্রিয় বন্ধুরা। একটার পর একটা অসাধারণ জোকস আর অদম্য হাসি। মুখ থেকে ছিগারেটের ধুয়ার মতো অস্পষ্ট ধুয়া আকাশের দিকে মুখ করে উড়িয়ে দেওয়া আর নিঃশ্বাসের সাথে হিম ঠাণ্ডা বাতাসে বুক ভরে যাওয়া। একজনের পায়ের ছাপের উপর দিয়ে সবার হেটে যাওয়া আর তুষারের বল বানিয়ে ছুড়া-ছুড়ি করা। সেই সাথে মৃদু আলোর মাঝে থেকে থেকে জ্বলে ওঠা ক্যামেরার ফ্ল্যাশ আর অসাধারণ কিছু মুহূর্তকে বন্দী করা...আমি অপেক্ষায় আছি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।