হয়তোবা শিশির ভেজা শীতের কোনো সকাল বেলা,
হয়তোবা জোৎনাস্নাত কোনো রাতে,
কিংবা হতে পারে নীল সাগরের ফেনীল ঢেউ আছড়ে পড়া তীরে,
চৈত্র শেষের আচমকা দমকা ঝড়ে,
বৈশাখের কালবৈশাখী ঝড়ের মাঝে,
হয়তোবা বর্ষার কোনো বিকেলের টিপ টিপ বৃষ্টিতে,
পরীক্ষার হলে চিন্তিত নয়নে,
কোনো এক বিশাল শপিং মলে,
অথবা কোনো শহরের হাজার জনতার মাঝে,
কিংবা একাকী ক্লান্ত বিকেলে তেজ্বহীন রোদে হাঁটার সময়,
হতে পারে বিদেশের কোনো রঙিন শহরের উজ্জ্বল আলোতে,
তোমার সাথে হবে আমার দেখা।
সেই অজানা আমার প্রিয় মুখের অপেক্ষায়........
বি: দ্র: এটি আমার লেখা প্রথম ব্লগ। তাই সকলে আমার ভুল ত্রটি ক্ষমা করবেন। আর ভালো মন্দ জানাবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।