স্বপ্ন ছুঁয়ে
এই যে এই খুব নিজস্ব মধ্যরাতে,
উড়ছে আমার অনুভুতিগুলো,
অনুভুতিগুলো তীব্র বিষন্নতার, কষ্টের চাইতে বেশি কিছু,
তেমনই বদ্ধ আমি, যেমনটা বদ্ধ থাকে ভাষা না জানা মুখর গল্প,
তাই অনুচ্চারিত প্রার্থনা, হারিয়ে যাক উপলদ্ধিগুলো অচেনা নির্জনে,
আমার বারান্দায় শীতের রাতের তারার আলো,
একটুখানি কুয়াশা আর অনেকখানি কল্পনা তোমার,
আমি হারাচ্ছি চেতনা তোমার, আমি হারাচ্ছি আমাকে,
এক মুহুর্ত নয়, জীবনের অগনিত অনুক্ষনে, দেখব তোমার হাসি,
স্পর্শের আকুলতায় বার বার ছুঁতে চাইছি তোমাকে,
কিন্তু আমার অনুভুতিগুলো উড়ে বেড়াচ্ছে আমার মধ্যরাতে,
তারাহীন অন্ধকার আকাশের রাতে আমি নিশ্চুপ বারান্দায়,
তবুও লিখছি চেনা গল্প,
আমি অপেক্ষায় আছি তোমার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।