দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......
ঘন্টার ধ্বনি মতো তার চেহারা আমার মনে আছে
কোন একদিন সে আমাকে ভালোবেসেছিল বলে
আজ তার সকল শরীরে
বসবাস করে যায় উদ্ভিদের দুর্দান্ত শিকড়।
মরুভূমির বিন্দুতে চিন্তারত দার্শনিক
পামগাছের সবুজপাতা গুনে চলে।
আর সেই চিরতনের সম্রাট
যাকে আমি উপহার দিই পারস্যের প্রসিদ্ধ খঞ্জর
আমাকে সে গতকাল প্রশ্ন করে
ভালো আছো প্রেয়সী সুন্দরী ?
চুপচাপ বলে রাখি
আমার সকল নদী আমি এক কবিকে দিয়েছি
অতঃপর সারা বাংলাদেশ ঘুরে ।
আর কোন গতিশীল প্রবাহ দেখিনি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।