আমাদের কথা খুঁজে নিন

   

আমি অপেক্ষায়....

আমার এই জীবন কাঁথায় গেথে চলেছি অনবরত নানান রঙের স্বপ্ন

কাটা ফোঁটার অসহ্য ব্যাথা এই নকশি্‌র বুকে, হাঁটছি আমি কাঁদা মাখা অন্ধকার পিচ্ছিল পথে স্মৃতির জোনাকিগুলো জ্বল জ্বল করে ঘুরছে আমার পাশে আশেপাশে কি বৃক্ষ বিহীন?আমার দম যেন বন্ধ হয়ে আসছে খুব দূরে অনবরত কারা ডাকছে?কেন?কে? চোখ বন্ধ করলেই সবকিছু রঙিন আলোকিত লাগে তাকালেই কয়েক ফোঁটা জল বেড়িয়ে পরে টপটপ করে সামনে ওরা কারা? মোমবাতির আলো দেখিয়ে দাড়িয়ে কত কথার ভার টানছে আমাকে,আমার মষ্তিকে আমি একটু পিছনে তাকালাম,কিছু কঠিন সত্য আমি এখন কোথায়?? স্বপ্ন না বাস্তবতার মাঝে ? সেদিন তো সূর্য ছিল এই পথে,গাছের কচি পাতা ; রাত পোহাবে,আমি অপেক্ষায় পূর্বে তাকিয়ে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।