আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষায় আছি । লাশ কোলে নিয়ে সার্কাস দেখার অপেক্ষায় আছি ...

লাশ কোলে নিয়ে সার্কাস দেখার অপেক্ষায় । সাভারের মজিদপুর আমার কাছে সবচেয়ে শান্তির জায়গা । আজ সেই শান্তির জায়গা আমার কাছে সবচেয়ে অশান্তির লাগছে । ২/১ বাড়ি পরপর নিখোঁজ মানুষের সন্ধানে আক্ষেপ । রাস্তায় মাটির উপর বসে স্বজনদের আহাজারিহীন নিস্তবধ অপেক্ষা ।

((আমি শুনেছিলাম কোন একদিন নাকি আমাদের প্রধানমন্ত্রী কেঁদেছিলেন স্বজন হারানোর বেদনায় ???)) বালির ঘর ভাঙ্গতে দেখেছেন কেউ ? রানা প্লাজাকে দেখলে ঠিক বালির তৈরি একটা স্যান্ডউইচ মনে হচ্ছে !!! তলায় তলায় নরমাংসের কাবাব ! বেশি কিছু লাগবে না ! আর কিছুক্ষণের মাঝেই গরমে সব সেদ্ধ হয়ে যাবে । ৭ এবং ৮ তলাতে এত লাশের স্তুপ ! এরা নাকি সব নিজেদের মাল উদ্ধার করতে গিয়েছিলেন ? আমাদের নেত্রী বলেছেন !!! যখন ৩,৪,৫,৬ তলায় হাত দিবে তখন কি বলে তিনি দ্বায় মুক্ত হবেন তার জন্য এখনি তার একটা বুদ্ধিজীবীদের নিয়ে কমিটি বানিয়ে ফেলা উচিৎ । : ) ''লাশ ভেবে দু হাত ধরে টান দিলাম আর উপরের অংশ শুধু আসলো !'' ''৯ বা ১০ বছরের একটা ছেলে ! মাথা দু'ভাগ । কোন মতে দড়ি দিয়ে মাথাটা বেঁধে ভ্যানে তুলে দিলাম !'' ''এদিক সেদিক কারো হাত বা কারো পা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে !'' ''খালা, বডি আইলে মাথা আহে না আর মাথা পাইলে পা পাই না !!'' ''ফায়ারব্রিগেড তিন তলায় উচ্চতার মই সরবরাহ দিতে পারেন !!!'' ''খুব সাহসী একজন তিন তলার সিঁড়ি পর্যন্ত গিয়ে দেখে আসছে !!! লাশ আর লাশ বিছানো !!'' ______ আচ্ছা গার্মেন্টস কর্মীদের কি এমন মূল্যবান সম্পদ রয়ে গেলো যে তা আনতে আজ তারা স্বেচ্ছায় ওই মৃত্যুকূপে ঢুকলো ??? মিডিয়া চলে আসলো সকাল ১০টার আগে কিন্তু সেনাবাহিনীর উদ্ধার কর্মী আসলো রাতে । এদের উদ্ধার কাজ শুরু হবে কখন !!! কোন বহুতল ভবনের জেনারেটর সিস্টেম থাকার কথা মাটির নিচের তলায় ।

আর এই ভবনের প্রতিটা তলায় ৮০ লাখ থেকে ১ কোটি টাকা দামের জেনারেটর !!! ৮ তালা ভবনের অনেক অংশ ১১ তালা !!! সামনে থেকে যারা ভাবছেন বিল্ডিং এর কিছু অংশ অক্ষত আছে তাদের মানে আমাদের শ্রদ্ধাভাজনদের বলি একবার পেছনের থেকে দেখে আসুন !!! কতটা নিম্নমানের কাজ আপনারা করতে দিয়েছেন ??? হাহাহহাহাহাহা । বিল্ডিং টা হলো বিএনপির জামাতার ! আর মালিক স্বয়ং আওয়ামীলীগের নেতা !!! : D : D বেচারার অনেক ক্ষতি হইছে ! আস্ত বিল্ডিং ধ্বসে পড়ছে ! তার সব ঋণ মউকুফ । এবং তিনি যাতে ক্ষতিগ্রস্থদের সাহায্য করতে পারেন তাই আবার তার জন্য পুনরায় ঋণ অনুমোদন দেয়া হইলো । ঃ)ঃ) খুব কাছ থেকে বসে দেখতেছি আর দেখতেছি ... ভয়াবহতা কি জানেন ? ৩,৪,৫,৬ তালায় এখনো হাত দেয়া হয়নি !!! সবচেয়ে বেশি কর্মী ছিলো ওখানেই । ছিলো বলছি কারণ লাশ তো লাশ তারে কি কর্মী বলবো ??? অপেক্ষায় আছি লাশ কোলে নিয়ে সার্কাস দেখার অপেক্ষায় আছি ... ***(আমি একি সাথে লাশ আর স্বপ্নভাঙ্গার বেদনা বইতেছি !!! তাও কাঁদতে পারতেছি না !!! ভয়াবহ কষ্ট হচ্ছে ।

)) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।