হে পোলাপাইন, তুমি এখন মানুস হইলা না। owo owo owo owo owo owo তুমি এখন মানুস হইলা না ভাবতেছি পামেলার কয়েকটা পোস্টার কিনা ঘরে তানাই রাখুম। মা-বইনে যদি কয় এইগুলান কি তানাই রাখসস? আমি কমু " তোমরা এখনও পোলা পাইনি রইয়া গেলা, শিল্প বোঝো না। আমি শিল্প প্রিয় মানুষ, আর পামেলার বিশাল দুইটার চেয়ে ভালা শিল্প আর কই খুইজা পাইবা , এই দুইটা তো শিল্পই শিল্প"
মা-বইন যদি মাইন্ড করে করুক। হেরা শিল্প না বুইঝা যদি আদিম যুগে পইড়া থাকবার চায় হেইদা কি আমার দোষ।
, হের শিল্প না বুজুক আমি তো বুজি, তাই আমি টানাই রাখুম। যে যা খুশি কউক গা। জ্যারা শিল্প বুঝে না হ্যাঁগো লগে আমার খাতির নাই। এত্ত বড় শিল্প হেইতারে কয় কিনা অশ্লীলতা। হায়রে! মূর্খ মানুষ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।