মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও।।।"
ভাবতেছি দেশে গিয়া মাছ চাষ কর্লে কেমুন হয়......:-)
আমাদের মাননীয় নেতা-নেত্রীদের (...বহু কষ্টে একটা গালি সংবরন করা হইল!) হলফ নামায় (আমার মোটা মাথার বুঝ অনুযায়ী শপথ করে বলা সত্য কথন) দেয়া তথ্য অনুসারে যদি রেসিও ( জমি/জলাভুমির পরিমান ও অর্জিত আয়...) করি তাতে তো আমার ঘরের টয়লেটে মাছ চাষ করলেও মাসে অন্তত হাজার টাকা প্রফিট হওনের কথা!!!
......তাছাড়া জাতিকে মাছে মাছে (লন্ডনে একটা মাছের দোকানের নাম আছে 'মাছ R মাছ) ছয়লাব করে দিয়ে 'মাছে ভাতে বাঙালী' প্রবাদেরও একটা রফা হয়।।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।