শাফিক আফতাব------ গর্ভবতী ধানপাতার মতোন বাড়ছে লাউডুগি আঙ্গুল, সোনারোদে স্বর্ণলতার মতোন চিক চিক করছে মেহেদী-চিকুর, বনলতার মতোন লকলক করছে ভ্রু-চুল, টলটল পানির মতোন টগবগ করছে যুগল দ্বীপ,ড্রেসিং-এ স্রোতস্বতী হচ্ছে অন্তর্গত নদী, এমন মোহনমিলনের জন্য তুমি জ্বেলেছো ডিমলাইট, পালঙ্কের মধ্যবিন্দুতে পদ্মিনী তুমি মুর্তিমান ; তোমার হস্তস্পর্শে ঝন্নাৎ দুলে উঠলো প্রতীক্ষিত হৃদয়, আর অমনি বিদ্যুৎ চলে গেলো শহরের গর্ভে, তোমার রূপ-রস-রঙ ডুবে গেলো অন্ধকারে, আর আমিও ডুবে গেলাম তোমার গহীন গভীরে, দেখি, সেখানে ইকুরিয়ামে অজস্র রঙিন মাছ লেজ নেচে নেচে খেলছে, আমিও মাছদের খেলার সাথী হলাম, খেলতে খেলতে চোখ বুজে ঘুম এলো, তুমি ঘুমের ঘ্রাণ দিলে, আমি শিশুর মতোন ঘুমে গেলাম তোমার কোমল কোলে।......... ০৬.০৪.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।