আমাদের কথা খুঁজে নিন

   

উচ্চতর শাস্তির জন্য আপিল-এর নিয়ম নাই??

এক সময় আমি এমন ছিলাম না...এখন যেমন আছি...কেউই হয়তো আগের মত থাকে না... সরকারের পক্ষ থেকে নাকি উচ্চতর শাস্তির জন্য আপিল করার নাকি সুযোগ নাই। ?? উল্টা আসামী পক্ষ নাকি শাস্তি মওকুফ বা লঘু করার জন্য আপিল করতে পারবে?? হারামজাদা গুলা তাইলে কোন রায়ের বিরুদ্ধে আপিল করবে বইলা বুঝাইতেসে?? কেউ কি বলতে পারেন?? আর আর কত এমন ভাবে মার খেয়ে যাইতে হবে...। । যদি পারতাম এই সব প্রতারক, দেশের সাথে বিশ্বাসঘাতক রাজনীতিক আর তাদের গুহ্যদেশ-লেহনকারী, সুবিধাবাদী, অন্ধ সমর্থকদের নিজ হাতে খুন করতাম। ধর, মার তারপর খাও।

যদি পারতাম, ইস যদি পারতাম। আমার জীবনের সব ব্যর্থতা, সব হতাশার বদলে যদি এই সুযোগ পাইতাম মনে হইত আমি অনেক অনেক সফল হইসি। এই কাজ গুলা অনেক সহজ, কিন্তু হয়ত কখনই তা করা হবে না। অন্য যেকোন উপায়ে তো এদের কুচক্র থেকে বাঁচার পথ খুব কঠিন। এই ভাবে বেঁচে থাকার চে’ মরে যাওয়া তো অনেক ভাল।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.