আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন বিড়ম্বনা

নিজের সম্পর্কে এখনো অনুসন্ধান চলছে ...তাই এখনি কিছু বলতে পারছিনা... aftabarif লিখে আমকে প্রায় সবখানেই খুঁজে পাবেন যেমন ফেসবুক টুইটার ইত্যাদি সামুতে নতুন তাই বেশি আসা হয়না । কে জানি বলসিলো এমন স্বপ্ন দেখো যা তোমাকে ঘুমাতে দিবেনা পূরন হওয়ার আগ পর্যন্ত। আমি এটা মানি না। আমার ঘুম খুব বেশিই প্রিয়। আমার স্বাস্থ্যের জন্য এই ধরনের স্বপ্ন ক্ষতিকর।

আমি অনেক অনেক স্বপ্ন দেখসি এমন এমন স্বপ্ন যার একটা পূরন হলে বাকি গুলো পূরন হওয়ার কোন স্বম্ভাবনাই নাই। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার , ফকির, ট্রাফিকপুলিশ, রিকশাচালক, পাইলট ইত্যাদি অনেক স্বপ্ন সমান গুরুত্বের সাথে ধারন করসি কিন্তু কখনোই ঘুমের কোন সমস্যা হয় নাই। কিন্তু ইদানীং একদম ঘুম আসেনা। তেমন কোন স্বপ্ন নাই তবুও কেন আমার প্রিয় ঘুম আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে । অনেক চিন্তা করেও যখন কারণ খুঁজে পাচ্ছিলাম না তখন বুঝলাম এতো এতো স্বপ্ন দেখেও ঘুমিয়ে আমি যে সময় নষ্ট করেছি এই নির্ঘুম রাত সেই স্বপ্ন গুলোর অভিশাপ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.