আমাদের কথা খুঁজে নিন

   

শিকারী...

আমি একজন ই-পীর ঘটনাটায় আপাদমস্তক ভেঙে পড়ে ছেলেটা, দুনিয়াটা রঙহীন হয়ে আসে। সারাক্ষন ছটফটে হাসিখুশি ছেলেটা নিস্প্রভ হয়ে আসে একদম। ফ্যাকাশে রক্তশূন্য চেহারা আর বোধশূন্য দৃষ্টি নিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে কয়েকবার বিড়বিড় করে, "এত গুলো বছর!" এরপর কয়েকটা হপ্তা কাটে যেনো নরক। তারপর আস্তে আস্তে একটু একটু করে শক্ত হয় ছেলেটা। আবারো ফিরে আসে চটপটে উচ্ছল ভাবটা, আমুদে স্বভাব, কথায় কথায় চুটকি বলে সবাইকে হাসানোর তালটা।

শুধু ব্যাতিক্রম একটাই, আগে ও হাসলে ওর চোখদুটোও হাসতো, এখন ও হাসলেও ওর চোখদুটো আর হাসে না। বিশ্বাস ভাঙা প্রেমিকা নতুন প্রেম জুটিয়ে সামনে দিয়ে হাঁটে নতুন প্রেমিকের বাহুলগ্না হয়ে, ঠোঁটে বিদ্রুপের হাসি হেনে, তোয়াক্কাই করেনা ছেলেটা। নিজের ভাঙাহৃদয় জোড়বার ব্যাবস্থাও চট করে জুটিয়ে ফেলে ও। একটা মেয়ে, শান্ত, নম্র, স্বপ্নালু আর আবেগী। দুটো মাস ও মেয়েটাকে স্বপ্নে ভাসায়।

মেয়েটা বিহ্বল হয়ে ভাবে, "ভালোবাসা তবে এমনই! স্বর্গীয়! সুন্দর! পবিত্র!" দু'টো মাস পরে স্রেফ ঝেড়ে ফেলে ও মেয়েটাকে। সেদিন মেয়েটা কাঁদছিলো, সব হারানোর কান্না, একা হয়ে যাবার কান্না। ছেলেটার মুখটা সেদিন গম্ভীর হলেও চোখদুটো হাসছিলো। জ্বলজ্বলে চোখে সেদিন ছিলো প্রতিশোধ পূর্ন করার হাসি। ছেলেটা এখন শিকারী, সফল শিকারী।

বুকের ক্ষত ঢাকতে শিকার করে বেড়ায় সে। ঝাড়া দশটা দিন মেয়েটা বিছানায় কাটিয়েছে প্রায়, এতটুকু ঘুম, আর বাকিটা সময় বুকে বালিশ চেপে কেঁদে বুক ভাসিয়ে, চোখ লাল করে, ফুঁপিয়ে। তারপর মেয়েটা সামলে নেয়। বান্ধবীদের সাথে চুটিয়ে আড্ডা দেওয়া শুরু করে, ছুটির দিনে সিনেমা আর ঘুরে বেড়ানো। নিজেকে আকর্ষনীয় করে রাখে সবসময়ই, কেউ ফিরে চাইলে মিষ্টি হেসে নজর মেলায়।

হাসিটা লেগে থাকে শুধু ঠোঁটেই, চোখ পর্যন্ত আসে না। একটা ছেলে এগোয় একদিন। কথা হয়, ফোন নম্বর বিনিময়। তারপর টুকটাক এসএমএস, রাত জেগে কথা। চুটিয়ে প্রেম শুরু করে ওরা।

উচ্ছল, মানানসই আর নজর কাড়া একটা জুটি, ঈর্ষা জাগানো জুটি। কয়েকমাস পরে একদিন ছেলেটাকে ঝেড়ে ফেলে মেয়েটা। ছেলেটা সেদিন কাঁদছিলো পুরুষালী আচরন ভুলে, পা চেপে ধরেছিলো ওর। মুখে বিরক্তি ফুটিয়ে "স্যরি, আর সম্ভব না" বলে চলে আসবার সময় মেয়েটার চোখদুটোতে ছিলো বিজয়িনীর হাসি, প্রতিশোধ নিতে পারার হাসি। মেয়েটা এখন শিকারী, বুকের ক্ষত অনেকটা আরাম পায় একটা সফল শিকারর পর, কষ্ট একটু যেনো কমে।

(সাময়িক সাপোর্টিং পোষ্ট ফর আ কমরেড। ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।