আমাদের কথা খুঁজে নিন

   

শিকারী বদলেছে,শিকার বদলায়নি

"I may disagree of what you say, but I will defend to the death - your right to say it." – Voltaire

মুক্তিযুদ্ধকালীন সময়েঃ এই ভূ-খন্ডের কিছু মানুষ কি করেছিলঃ • পাক-বাহিনীর নির্বিচারে বাঙ্গালী নিধনে সহায়তা করেছিল। • দেশবিরোধি নানা কজে অংশ নিয়েছিল। • নিরস্ত্র-নিরীহ মানুষের ধন-সম্পদ,বেঁচে থাকার ন্যূনতম সহায়টুকুও কেড়ে নিয়েছিল। • সংখ্যালঘু ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে চলা বাঙ্গালীদের ঘর-বাড়ি-ভিটে দখল করেছিল। • অসহায় মা-বোনদের সম্ভ্রমহানী করেছিল,তাদের পাকবাহিনীর লালসার শিকার বানিয়েছিল।

• দেশের সম্পদ বুদ্ধিজীবী/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,ডাক্তার,প্রকৌশলী সহ আরো নানা পেশার বরেণ্য ব্যক্তিদের হত্যা করেছিল । আজ আমরা তাদের রাজাকার হিশেবে ঘৃণাভরে স্মরণ করি। তাদের বিচার দাবী করি। যুদ্ধপরবর্তি সময়েঃ এই ভূ-খন্ডের কিছু মানুষ কি করছেঃ • ঠিক নির্বিচারে নয়,তবে অকারণে কিছু বাঙ্গালীকে হত্যা করছে প্রতিদিনই। • দেশবিরোধি নানা কজে অংশ নিচ্ছে,চুক্তি করছে এবং বাস্তবায়ন করছে।

• নিরস্ত্র-নিরীহ মানুষের ধন-সম্পদ,বেঁচে থাকার ন্যূনতম সহায়টুকুও কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত। • সংখ্যালঘু জনগোষ্ঠীর ভিটেমাটি এমনকি মন্দির পর্যন্ত দখল করে ফেলছে। • অসহায় মা-বোনদের সম্ভ্রমহানী করছে,ঈভ-টিসিং করছে,ধর্ষণ করছে,তাদের বড় বড় নেতাদের লালসার শিকার বানাচ্ছে। • দেশের সম্পদ বুদ্ধিজীবী/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,ডাক্তার,প্রকৌশলী সহ আরো নানা পেশার বরেণ্য ব্যক্তিদের হত্যা করছে,হত্যার হুমকি দিচ্ছে। • চাঁদাবাজি,ঘুষবাণিজ্য,ফাইল ঠেকিয়ে পয়সা আদায় করছে।

তাদের আমরা আমাদের থেকে পৃথক করতে পারি না। কারণ নিজেদের নিরাপদ রাখার জন্য আমরা হয় তাদের পুষছি না হয় পোষা হয়ে আছি । একদিন নতুন প্রজন্ম এদেরও ঘৃণাভরে স্মরণ করবে,বিচার চাইবে,বিচার হয়ত করবেও। সেদিন সেই নতুন প্রজন্মের বুকে হয়ত আমাদের জন্য খুব একটা শ্রদ্ধা অবশিষ্ট থাকবে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।