"I may disagree of what you say, but I will defend to the death - your right to say it." – Voltaire
মুক্তিযুদ্ধকালীন সময়েঃ
এই ভূ-খন্ডের কিছু মানুষ কি করেছিলঃ
• পাক-বাহিনীর নির্বিচারে বাঙ্গালী নিধনে সহায়তা করেছিল।
• দেশবিরোধি নানা কজে অংশ নিয়েছিল।
• নিরস্ত্র-নিরীহ মানুষের ধন-সম্পদ,বেঁচে থাকার ন্যূনতম সহায়টুকুও কেড়ে নিয়েছিল।
• সংখ্যালঘু ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে চলা বাঙ্গালীদের ঘর-বাড়ি-ভিটে দখল করেছিল।
• অসহায় মা-বোনদের সম্ভ্রমহানী করেছিল,তাদের পাকবাহিনীর লালসার শিকার বানিয়েছিল।
• দেশের সম্পদ বুদ্ধিজীবী/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,ডাক্তার,প্রকৌশলী সহ আরো নানা পেশার বরেণ্য ব্যক্তিদের হত্যা করেছিল ।
আজ আমরা তাদের রাজাকার হিশেবে ঘৃণাভরে স্মরণ করি। তাদের বিচার দাবী করি।
যুদ্ধপরবর্তি সময়েঃ
এই ভূ-খন্ডের কিছু মানুষ কি করছেঃ
• ঠিক নির্বিচারে নয়,তবে অকারণে কিছু বাঙ্গালীকে হত্যা করছে প্রতিদিনই।
• দেশবিরোধি নানা কজে অংশ নিচ্ছে,চুক্তি করছে এবং বাস্তবায়ন করছে।
• নিরস্ত্র-নিরীহ মানুষের ধন-সম্পদ,বেঁচে থাকার ন্যূনতম সহায়টুকুও কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত।
• সংখ্যালঘু জনগোষ্ঠীর ভিটেমাটি এমনকি মন্দির পর্যন্ত দখল করে ফেলছে।
• অসহায় মা-বোনদের সম্ভ্রমহানী করছে,ঈভ-টিসিং করছে,ধর্ষণ করছে,তাদের বড় বড় নেতাদের লালসার শিকার বানাচ্ছে।
• দেশের সম্পদ বুদ্ধিজীবী/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,ডাক্তার,প্রকৌশলী সহ আরো নানা পেশার বরেণ্য ব্যক্তিদের হত্যা করছে,হত্যার হুমকি দিচ্ছে।
• চাঁদাবাজি,ঘুষবাণিজ্য,ফাইল ঠেকিয়ে পয়সা আদায় করছে।
তাদের আমরা আমাদের থেকে পৃথক করতে পারি না। কারণ নিজেদের নিরাপদ রাখার জন্য আমরা হয় তাদের পুষছি না হয় পোষা হয়ে আছি ।
একদিন নতুন প্রজন্ম এদেরও ঘৃণাভরে স্মরণ করবে,বিচার চাইবে,বিচার হয়ত করবেও। সেদিন সেই নতুন প্রজন্মের বুকে হয়ত আমাদের জন্য খুব একটা শ্রদ্ধা অবশিষ্ট থাকবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।