পড়ি, লিখি ও গান শুনি, আড্ডা দেই..
অবিশ্বাসী মন আস্থা পায়না আর কোন জনে,
কোথায় প্রেম,কিসের বিশ্বাস,সবি তো খেলা।
প্রেমের দোকানে আজ ফেরী হয় ভালবাসা,
মুখোশ ও ছদ্মতার আড়ালে চলে বেচাকেনা,
ভালবাসার মিথ্যাভানে করে ভোগের আয়োজন
খুজেঁ ফেরে বৈচিত্রের নানা রকম স্বাদ-
কথার ঘেরাটোপে ছড়িয়ে রাখে শিকারীর ছিপ,
ছলনায় বিধলেই বিষিয়ে পুড়িয়ে খাটি তামা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।