আমাদের কথা খুঁজে নিন

   

শিকারী



অামি পাখি শিকার করি। তবে রঙ-বেরঙের হলদে সবুজ পাখি অামাকে তৃপ্ত করে না অামি শিকার করি রক্ত রাঙ্গা লাল প্রাণ পাখি। প্রাণ পাখির খোঁজে অামি চষে বেড়াই সৃষ্টি-জগৎ অাধারের প্রেতাত্মা হয়ে, হায়েনার মত গন্ধ শুঁকে খুজে বের করি একটি প্রাণ পাখি অার তীব্র অাক্রোশে অাঘাত করি তার হৃদয় মাঝে। তারপর ধৃত পাখিটাকে হাতের মুঠোয় নিয়ে অামি চাপতে থাকি চাপতে চাপতে যখন পাখিটা ফেটে যায় বের হয়ে অাসে বিগলিত রক্ত মাংস অার তার মরণ চিৎকার! হিংস্র-পাশবিক উল্লাসে অামি ফেটে পড়ি তার মরণ চিৎকার অামার কানে নেশা ধরিয়ে দেয় বেরিয়ে পড়ি অার একটি প্রাণ পাখির খোঁজে। প্লিজ মন্তব্য করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।