আমাদের কথা খুঁজে নিন

   

জাফলং এর কান্না


প্রকৃতির এক লীলাভূমি
সিলেটের জাফলং
আজও মানুষ যায় আবেগে
খুঁজে আগের রং ।

এখন শুধু ধোঁয়া উড়ে
বাতাস করে খেলা
দূর থেকে লোক আসছে ছুটে
করছে কত মেলা ।

অপর পারের উঁচু পাহাড়
হাত ইশারায় কয়
পাথর খুঁড়ে নিচ্ছে যারা
তাদের কি নেই ভয়?

বৃষ্টি ধারা সৃষ্টি করে
আমার গায়ে ক্ষত
ঝর্ণাতে যায় সেই আঘাতের
চিহ্ন অবিরত ।

সমতলে এসেছিলাম
শান্তি পাবার তরে
তোমরা মানুষ দিলে আমার
চিহ্নটা শেষ করে ।

যাদের প্রেমে আঘাত সয়ে
এলাম হেথায় ছুটে
তারাই আমার শত্রু হয়ে
নিচ্ছে আমায় লুটে ।

তবু মানুষ আসছে রোজই
দেখতে আমার রং
কেউ বুঝে না আমার ব্যথা
বরং করে ঢং ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।