আমার কথা এরকম আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে যাবে আপনার গাড়ি।
পথ যে শুধুই আঁকাবাঁকা তা নয়, এরকম সুন্দর আর মসৃণ।
ভালো করলে লক্ষ করলেই চোখে পড়বে এরকম মনোমুগ্ধকর ঝর্ণা। আফসোস এগুলো ভারতীয় সীমান্তে।
তারপর বাংলাদেশের সব পর্যটন এলাকার শেষ ১ কিমি এর ঐতিহ্য ধরে রাখতে জাফলং এ যাবার শেষ পথটুকু মারাত্মক খানাখন্দে ভরা।
ছবি তুলিনি।
পিয়াইন নদী
অবশ্যই নৌকা ভাড়া করে জিরো পয়েন্টে যাবেন। ইন্জিন চালিত নৌকায় গেলে আগে যেতে পারবেন কিন্তু উপভোগ করতে চাইলে লগি বৈঠার নৌকা ভালো।
পথেই পাবেন এরকম পাথর শ্রমিক...
আরেকটু এগিয়ে গেলে পাবেন স্বচ্ছ জল। একটু ছুঁয়ে দেখুন।
অনুভব করুন..কত্ত ঠাণ্ডা।
নেীকার দু'পাশে পানিতে খেয়াল রাখুন। নদীর তল দেখতে পাবেন। আর দেখতে পাবেন স্বচ্ছ জলের ভেতরে পাথর।
চোখ রাখুন নদীর দু'তীরে।
পাথর তোলার নৌকা দেখতে পাবেন।
নৌকা ঘাটে ভীড়লে নেমে পড়ুন সাবধানে। দেখুন আপনার আগেই আরো অনেকে চলে এসেছেন এই নয়নাভিরাম জায়গা দেখতে।
তো এবার আপনিও উপভোগ করুন।
তবে সাবধান..!!!
নতুন নোটিস বোর্ড লাগিয়েছে।
এটার পেছনে ছবি তোলা এ এলাকার বড় ক্রেজ।
সন্ধ্যা হয়ে আসছে। ফিরে যেতে মন চাইছে না? ফিরে চলুন সূর্যাস্তের সাথে সাথেই। না হলে পুরোটা পথ হেঁটে পার হতে হবে। কারণ নৌকা ভাড়ায় কুলাবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।