অকস্মাৎ কুয়াশা কেটে গেল রোদের ভেতরে
স্বচ্ছ জলে সারি নদী জ্যোৎস্নার মতো জ্বলে
জলের পাথরে পা,নখ ভেসে ওঠে
পাথরে পাথরে রোদ কবিতার ছন্দ হয়ে ওঠে।
অদূরে ঝুলন্ত ব্রিজ যেন ফ্রিজ হয়ে আছে।
আকাশের কাছাকাছি অদূরে পাহাড়,কালো মেঘ
পাক খায়,বাঁকা হয়--হাতির শুঁড়ের মতো নামে।
খাসিয়া বালিকা যায় ময়ূরীর মতো নেচে-
রোদের মেঘের কুয়াশার খেলা চারদিকে।
চারদিকে ছড়ানো পাথর
চারদিকে গুছানো আকাশ
চারদিকে অটল পাহাড়
নিচে স্বচ্ছতোয়া নদী-প্রেম জলপাথরের গায়ে মেখে
ছুটে যায়,যেন ঝর্ণা যেন প্রকৃতির বানানো লেগুন
যেন কাৎ হয়ে পড়ে আছে পটে আঁকা নদী মুখ
পাহাড়
পাথর
নারী
পাখিদের ঝাঁক।
মানবজীবন বড় জটিলতাময়
তার ঊর্ধ্বে ওঠে মানুষেরা হয়ে ওঠে আবারো মানুষ
ক্রোধ,ঈর্ষা,হিংসা,কাম,মনুষ্য বিবাদ ভুলে
মানুষেরা সন্ত হয়ে ওঠে
প্রকৃতির তৈরী এই নিখাদ বিস্ময়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।