আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে আসুন জাফলং

আসুন সবাই যার যার নিজের অবস্থানে থেকে দেশের জন্য কিছু করি

জাফলং বাংলাদেশের ভ্রমণপিপাসুদের জন্য একটি আকর্ষনীয় স্থান। বেশীরভাগ পর্যটক এখানে শীতে ভ্রমণ করে থাকে। কিন্তু বর্ষার জাফলংয়ের রূপ অনেকের কাছে অজানা। আপনার ভ্রমনের দিন যদি বৃষ্টি হয় তাহলে তো সোনায় সোহাগা। বর্ষায় জাফলংয়ের নৈসর্গিক দৃশ্য সত্যিই অসাধারন।

রাস্তার দুপারে উঁচু উঁচু পাহাড়ে ভাসমান মেঘের খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়। শীতে ঝরনাগুলো মৃতপ্রায় হলেও বর্ষায় তারা স্বরূপে ফিরে আসে । সাথে রযেছে চারিদিকে সবুজের সমারোহ। শীতের সময় মানুষের অত্যাচারে সুন্দর্য অনেকটা হারালেও বর্ষায় তা ফিরে পায়। কিভাবে যাবেন? ঢাকা থেকে সিলেটহ এসি/ননএসি বাস, ট্রেন ও বিমানযোগে।

বাস ভাড়া ননএসি ৩০০/=, এসি ৫৫০/=, ট্রেন-১৮০/=, ৪২৫/=। সিলেটে এসে বাস টার্মিনাল থেকে জাফলংয়ের বাসে উঠতে পারেন সময় লাগবে ১:৩০-৪০ মিনিট। অথবা মাইক্রোবাস ভাড়া নিতে পারেন। জায়লংয়ে থাকার জন্য রেস্ট হাউস আছে। অথবা দিনে দিনে ঘরে আসা যায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।