আমাদের কথা খুঁজে নিন

   

বীরাঙ্গনা বলছি

ভালোবাসায় ঈশ্বর .. ভালোবাসায় তুমি .. ভালোবাসায় আমি .. ভালোবাসায় অন্য সবাই... শুধু জেনো ..ভালোবাসায় ভালোবাসা আমাকে দেখেছো যতবার কপালের ভাজে এঁকেছ সন্দেহের প্রশ্নবোধক ? আমার সুখ টুকু কেড়ে নিয়ে গত চল্লিশ বছরে ষড়যন্ত্রের বেড়াজালে আমাকে আবদ্ধ করেছো ! সমাজের রক্ত চক্ষু আর তোমাদের ঘৃণার দৃষ্টি প্রতিদিন আমাকে করেছে লাঞ্ছিত ! আমার আত্মত্যাগ তোমরা নির্দ্বিধায় ভুলে গেছো ! আমি দিয়েছিলাম তোমাদের একটা স্বাধীন ভূখণ্ড , যেখানে দাঁড়িয়ে আজ তোমরা আমার দিকেই ভ্রু কুঁচকে তাকাচ্ছো ! হতাশা বিদীর্ণ বুক আর বুকের গহিনে যন্ত্রণার তাণ্ডব নিয়ে এখনো বেঁচে আছি আমি ! দুঃস্বপ্নের খরায় আকণ্ঠ তৃষ্ণা নিয়ে এখনো বেঁচে আছি আমি ! কেউ তার রাখোনা খোঁজ ? আজ তোমরা বিপন্ন বীরাঙ্গনাকে ভুলে গেছো সুযোগ পেলেই কপাল কুচকে সন্দেহের প্রশ্নবোধক নিয়ে তাকাও আমার দিকে ! আমার বুকের জমিনে নরপশুদের উল্লাসের বিনিময়ে পেয়েছ স্বাধীনতা ! কি করে তা তোমরা অস্বীকার করো ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।