আমাদের কথা খুঁজে নিন

   

বীরাঙ্গনা, মা

“অনেক দিন আগের কথা, তেইশ বছর পার হয়ে গেছে। ১৯৭৩ সালে আমি খুলনা গেছি। দৌলতপুর কলেজে আমার কয়েকজন ছাত্র ছিল। ইচ্ছা ছিল ওদের একটু খোঁজ খবর নেওয়া, কে কেমন আছে, দেশের খবর নেয়া ইত্যাদি। দেখলাম এক মহিলা কলেজে ঘুরে বেড়াচ্ছে।

জিজ্ঞেস করলাম, কি চাও তুমি? রক্তচোখ মেলে বললো, কলেজে পড়বো। বুঝলাম মেয়েটি স্বাভাবিক নয়। বললাম, তোমার নাম কি? নাম? ফতি পাগলী, হয়েছে। এবার যান। এক ছাত্রকে জিজ্ঞেস করায় বললো, উনি একজন বীরাঙ্গনা।

উনি অসুস্থ, প্রায়ই আসেন। ঘুরে ঘুরে চলে যান। ”

- জানিনা ‘বীরাঙ্গনা’ শব্দটা উচ্চারণের সময় ওই ছাত্রের অভিব্যাক্তি কিরকম হয়েছিল, আমার নিজের অভিব্যাক্তিই কিরকম হয় আমি জানি না। তবে এটুকু বলতে পারি শেখ মুজিব এই শব্দটাকে যতটুকু তাৎপর্যপূর্ণ করে তুলতে চেয়েছিলেন, এই শব্দটি তা হয়ে উঠতে পারে নি; তখনতো নয়ই, এখনো নয়। শব্দটার একটা নতুন মানে, একটা নতুন মহত্ত তৈরি হলেও তা অভিধানেই আটকা পড়ে আছে।

বীরঙ্গনা উপাধিযুক্ত নারীদের অবস্থাও অভিধানে বন্দী ঐ শব্দটার মতোই অবস্থা, সমাজে তার চলন নেই; সমাজ উনাদের গ্রহণ করেনি। কাপুরুষতান্ত্রিক এই সমাজ বীরাঙ্গনাদের বীরাঙ্গনা হতে দেয় নি। যে সমাজে পিতা মেয়েকে নিতে অপারগ, ভাই বোনকে স্বীকার করে না, স্বামী স্ত্রীকে গ্রহণ করে না, কারণ ওই মেয়েটি বোনটি স্ত্রীটি কিছু হায়েনার দ্বারা নির্যাতিত হয়েছে; সে সমাজকে কাপুরুষতান্ত্রিক সমাজ বলাই যৌক্তিক। সে পঙ্গু, বিকলাঙ্গ সমাজের জন্য করুণা হয়। সে সমাজের আত্মার বিশুদ্ধি দরকার।







“দেশ স্বাধীন হয়েছে, কেউ গাজী-কেউ শহীদ। কেউ বীরউত্তম, বীরশ্রেষ্ঠ, কেউ মন্ত্রী, কেউ রাষ্ট্রদূত সবার কতো স্মমান সুখ্যাতি। আর আমি? আমি কিছুই চাই নি, চেয়েছিলাম শুধু আমার নারীত্বের মর্যাদা আর প্রিয় জন্মভূমির বুকে আশ্রয়। স্বদেশে আমার সত্যিকার পরিচয় নেই, তারা ব্যানার্জী মরে গেছে। সেখানে সেদিন সম্মান মর্যাদা সবই পেলো মিসেস টি নিয়েলসেন আর টমাসের মা।

আমি কোথায়? ওদের কাছে আমি ঘৃণ্য, নিন্দিত, মৃত। ”










সূত্রঃ
১. আমি বীরাঙ্গনা বলছি- নীলিমা ইব্রাহীম
২. http://www.somewhereinblog.net/blog/tanmoytahsanblog/29061376
৩. Discovery of numerous Mass Graves, Various types of torture on Women” and “People’s Attitude”
- Dr. M A Hasan
কুণ্ঠিত পান্থ

সোর্স: http://www.sachalayatan.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।