আমি বই পড়তে খুব পছন্দ করি এবং পছন্দ করি সেগুলো নিয়ে আলোচনা করতে। তাই কারো যদি কোন বই ভাল লাগে বা নতুন কোন বইয়ের খবর যদি কেউ জানেন তবে আমাকে বললে আমার খুব ভাল লাগবে।
আমি হয়তো ছোট, তাই আমাকে কেউ কিছু বলতে চায় না। তবে আমার কিন্তু তা মনে হয় না। আমি যথেষ্ট বড় হয়েছি আমার থেকে যারা বড় তাদের প্রশ্ন করার জন্ কিন্তু তাদের কাছে উত্তর নেই বলেই হয়ত আমাকে এড়িয়ে যায়। আমি যখনি কাউকে প্রশ্ন করেছি কেন রাজাকারদের বিচার হয়নি? সবাই একবাক্কে আমাকে বলেছে আমি ছোট না জানলেও চলবে। কিন্তু কেন? আমরা কি আমদের থেকে যারা বড় তাদের ধিক্কার দিতে পারি না চুপ করে থাকার দায়ে? আপনারা যখন বীরাঙ্গনাদের সন্মান দেননি তখন আমাদের কি সন্মান দেবেন? ইভটিজিং নিয়ে কেন এত বড় বড় কথা বলবেন? মেয়েদের সন্মান আপনারা আসলে কখনি দিতে পারবেন না। আজ আমদের দেশের ছেলেদের মেয়েদের প্রতি সন্মান নেই কেন? আবশ্যই আমি সবার কথা বলছি না কিন্তু আমাদের দেশে মেয়েদের কি আগেও কোনদিন সন্মান দেয়া হয়েছিল?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।