আমাদের কথা খুঁজে নিন

   

বীরাঙ্গনা

ভুল করেছি,প্রায়শ্চিত্য করবো না, তা তো হয় না ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য চিটাগংয়ের প্রীতিলতা ওয়াদ্দেদার, ৭১ এ গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করার জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মহিলা শিল্পীদের; রণাঙ্গনে যোদ্ধাদের সেবা সুশ্রুশা করার জন্য ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম, শত্রুর সাথে সম্মুখ লড়াই করার জন্য বিবি সখিনা বীরাঙ্গনা উপাধি পেয়েছেন। আজকে সবাই শ্রদ্ধা প্রদর্শন করে ২ লক্ষ মা-বোনের ইজ্জত হারানোর বিষয়টির প্রতি, যদিও কেউ কেউ রাজনৈতিক প্রতিহিংসা বশত হয়ে বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টে বন্দীদশার প্রতি ইঙ্গিত করে কটুক্তি করে থাকে। ইয়েমেনে রাজতন্ত্রের পতন ঘটাতে রাজপথে স্লোগানের মাধ্যমে জনগণকে উজ্জীবিত রাখায় পর্দানশীল মহিলা tawakkul karman কে মধ্যপ্রাচ্যের রক্ষনশীল মুসলমানরাও সম্মান দেখায়। পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা মহিলাদেরকে সমাজ আজ সম্মান দেখাচ্ছে শুধুমাত্র লড়াইয়ে বিজয় হয়েছে বলে কেননা ইতিহাস লেখা হয় বিজীতদের দ্বারা। আজ শাহবাগে প্রজন্ম চত্বরে যে মেয়েরা আন্দোলন করে যাচ্ছে ভবিষ্যত প্রজন্ম তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করবে যদি চলমান আন্দোলন সফল হয়, ইয়াং প্রজন্মের আশা আকাক্ষা বাস্তবায়িত হয় অন্যথায় দেখা যাবে কিছু পুরুষই শুধু নয় অনেক মহিলারাও এদের দিকে খারাপ নজরে তাকাবে ঠিক যেমনটি করা হয় এই উপমহাদেশে মাওবাদী আন্দোলনের মেয়েদের প্রতি, বিনা সংকোচে তাদের নামের সাথে টাইটেল লাগিয়ে দেওয়া হয় রক্ষিতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।