আমাদের কথা খুঁজে নিন

   

বীরাঙ্গনা ৭১



আমি এক বীরাঙ্গনা বলছি ! এ তো তোমাদেরই দেয়া শ্রদ্ধার্ঘ? তাহলে , সদ্য তোমাদের পুষ্পমাল্যের উষ্ণতাকে বরণ করতে না করতেই, পিঠ ফিরিয়ে ঐ নোংড়া হসিটি হেসো না!! আমি আবারো যেন ধর্ষিতা হয়ে যাই সেই হাসির কাছে। ছিলাম তো বেশ ! কোন এক অজপাড়া গাঁয়ের পৌঢ়া হিসেবে । ছিল না কোন আশা , ঘর পুড়েছে ৭১-এ করেছি তোমাদের সপ্ন পূরণ নিজের সপ্ন ভেঙ্গে কেনো আমাকে চিহ্নিত করে দিলে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।