আমাদের কথা খুঁজে নিন

   

বাকের ভাই

বিষাদময় আজ সন্ধায় BBC পরিক্রমায় আসাদুজ্জামান নূরের বাকের ভাইয়ের চরিত্রের একটি প্রতিবেদন শুনলাম, আগেও বিচ্ছিন্নভাবে দু-একবার শুনেছি, তবে আজকের মত এত ভাল আগে কখনো লাগেনি। অসাধারন! ক্লান্তি থাকা সত্বেও বাসে করে বাসা ফিরতে ফিরতে অন্য রকম ভাল লাগা শুরু হয়েছিল। কোথাও কেউ নেই- নাটকটি সম্পূর্ণ কাল্পনিক হলেও সে সময় গণমানুষের মনে দাগ কেটেছিল- তা আমাকে সত্যি আবেগী করে তোলে। ভাবতে ভাল লাগে কতো যত্ন নিয়ে হুমায়ূন স্যার নাটক লিখেছেন আর কতোটাই যত্ন নিয়ে বাকের ভাই সহ অন্য চরিত্রগুলো অভিনয় করেছে! নাটকে বাকের ভাইয়ের ফাসি না দেয়ার প্রতিবাদে সারাদেশে মিছিল বের হয়, ফাসি হয়ে গেলে হুমায়ূন স্যারের বাড়িতে বোম ছুড়ে মারা হয়। বিভিন্নস্থানে বাকের ভাইয়ের মৃত্যের কুলখানি পালন করা হয়। যা সত্যি অবাক করে স্যার ও অভিনয়শিল্পীদের। যারা শুনতে চান তাদের জন্যঃ LINK- Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.