" কেউ তোমার দিকে পাথর ছুড়ে মারলে , তুমি তার দিকে ফুল ছুড়ে মারো...তবে ফুলের সাথে সাথে ফুলের টবটাও ছুড়ে মারতে যেন ভুল না হয় "
মিজান ভাইকে আপনারা কি চিনেন?? অনেকেই আবার চিনতেও পারেন। তিনি ফেসবুক জগতের বিখ্যাত একজন মানুষ। অনেকের কাছে তিনি idol এ রূপান্তরিত হয়েছেন। উনার জগতটি সম্পূর্ণ ভিন্ন। যেখানে আমরা ফেসবুক এ বসি মজা এবং চ্যাট ইত্যাদি করার জন্য, সেইখানে তিনি ব্যস্ত আমাদের মত নতুন জেনারেশনদের কে সচেতন বানানোর কাজে।
মিজান ভাই এর নিজের মুখেই শুনেন উনার সম্মন্দে কিছু কথাঃ
" ভালো ছাত্র আমি কোন কালেই ছিলাম না,টপ এ যাওয়ার ইচ্ছাও ছিলনা কোনদিন,
আমাদের শিক্ষা দেওয়ার পদ্ধতির এই সার্কাস এ সবসময় সবচেয়ে দুর্বল জোকারটি ছিলাম আমি,
কচ্ছপ দৌড় এ পিছনের দিকেই আমার অবস্থান ছিল সবসময়,
ভাবতাম এমন কিছু কেন হয়না যাতে পাল্টে যাবে সব শিশুদের উপর চাপিয়ে দেওয়া অবাস্তব বইয়ের বোঝা,
এমন কোন শিক্ষা পদ্ধতি যেন আমার মত পিছনের বেঞ্চে বসে থাকা ছাত্রগুলো অকালে ঝরে না পড়ে,
এমন কোন কিছু কেন হয়না যেন বাচ্চারা চোখের জলে নয় হাসিমুখে আঁকড়ে ধরবে বইগুলো কে..
জানি আমার কথার সাথে কেউ ই একমত হবেনা,কারন প্রচলিত ঘরানার ভালো ছেলে হওয়ার ইচ্ছে আমার কোনদিনই ছিলনা ,
আমি শুধু মানুষ হতে চেয়েছি,বিশেষন বিহীন মানুষ,মানবিকতা সম্পন্ন একজন মানুষ,
এই ভার্চুয়াল জগৎ দিয়ে আমি কিছুই বদলাতে পারবনা,
তবু স্বপ্ন দেখি একদিন কোন সু বৈপ্লবিক পরিবর্তন আসবে আমাদের মাঝে,
আর সেই বিপ্লবের একজন সৈনিক আমিও থাকব.."
আমি বরাবরের মতন উনার একজন বড় ফ্যান। উনি উনার পেজ এর মাধ্যমে এগিয়ে চলছেন শত বাধার মাঝেও। উনার কিছু নিজের বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরলাম।
১. গাছের ডাল-পালাতে আল্লাহ্ লিখার মতো আছে,পাথর সেজদা করতেসে সাগরে,এই ধরনের মিরাকলের ছবি দেখাইয়া যদি ঈমান মজবুতের কথা কেউ কয়,সত্যি হাস্যকর লাগে এই চিন্তা কইরা...নাস্তিকরা যেমন সৃষ্টিকর্তা নাই এই জিনিস প্রমাণের জন্য হাজার দলিল পত্র বাহির করে,সেই কাম এখন সৃষ্টিকর্তা আছে বিশ্বাসী কিছু আস্তিকরাও শুরু করসে...ঈমান বড়ই দুর্বল আমাগো যেইটা কুরআনের মতো এতো বড় মিরাকল ও মজবুত করতে পারতেসেনা তাই এই সব ছবির মিরাকল দেইখা শক্ত করতে হইতেসে...এইসব দুর্বল ঈমানদারদের জন্য দেড় কেজি আপচুচ আর আধ লিটার সমবেদনা।
২. শারীরিক পর্দার প্রয়োজন যতখানি না নারীদের আছে,পুরুষদের তার কয়েক গুন বেশি চক্ষু পর্দার দরকার আছে।
৩. এক মুজিব বীরের মতো যুদ্ধে শহীদ হলে লক্ষ মুজিবের জন্ম হবে এই বিশ্বাস কোটি মানুষকে বঙ্গবন্ধু দিয়ে ছিলেন,তাই তার বাঘের মতো গর্জন এ সবাই চুপসে যেতো,কিন্তু দুঃখের বিষয় এক মুজিব হারিয়ে আমরা লক্ষ মুজিব তো দুরের কথা হাজার-শত ও নয় এক মুজিবের সিকি ভাগ ও পাইনি!পেয়ছি তার নাম ভাঙ্গিয়ে খাওয়ার মতো কিছু দেশ ব্যাপারী...।
৪. একাকীত্ব এমন এক টস করা পয়সার মতো যার এক পাশে থাকে স্বাধীনতা আর অন্য পাশে কেউ পাশে না থাকার হতাশা...।
৫. রাস্তায় জ্যাম দেখিয়া গার্লফ্রেন্ডরে পার্ট দেখাইতা গিয়া তুমি ফুটপাথের উপর বাইক চালাইয়া হর্ন মাইরা নিজেরে বেশি ইশমারট ভাইবোনা...ওইটা হাটার জায়গা তোমার বাপের টেকাই কিনা জমি না...এই স্বভাব চেঞ্জ করো নাইলে পাবলিকের দাবড়ানি খাইতে পারো...বুজছ ভাইয়া ??
৬. ভারতকে পাকিস্তানকে সাপোর্ট দিতে আসছো ভালো কথা, "ইন্ডিয়া লুজার! ইন্ডিয়া লুজার!" বলে চিল্লাছো, তা'ও ভালো কথা! যেকোন দলই চার/ছয় মারলে কিংবা উইকেট পড়লে গ্যালারী ফাটায় ফেলতেছো, তা'ও ভালো কথা! কিন্তু ভারত-পাকিস্তানের পতাকা হাতে ন্যাংটা হয়ে লাফাচ্ছো, তাদের জার্সি গায়ে পড়ে এসে বস্তির হিজরার মতো নাচতছো, আফ্রিদী ম্যারি মি বলে চিল্লাচ্ছো, কোহলি "ফা* মি" বলে চিল্লাচ্ছো! এসবের মানে কি? আমার কাছে তো এসবকে বাংলাদেশের কারোর ঔরস থেকে জন্ম নেওয়ার লক্ষণ বলে মনে হচ্ছে না! ঠিকাসসে!
কথাটা বুঝতে পারতেছো তো ভাইয়া/আপুরা!
৭. যতদিন রবে পদ্মা-মেঘনা-যমুনা গৌরী বহমান;
ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান...!"
পদ্মা তো শুকিয়েই গেলো। তিস্তা-যমুনা কোনোরকমে বেঁচে আছে। এদিকে টিপাইমুখে বাধ হলে সুরমাও শেষ...
পদ্মা-যমুনা-সুরমা গেলে মেঘনাও শেষ!!!
আর এই বহমান নদীগুলা না থাকলে ভাদা আওয়ামীলিগ এর কল্যাণে বঙ্গবন্ধুর অবস্থারও রফাদফা হয়ে যাবে...
এইরকম আরও অনেক তিতা সত্য এবং দারুন দারুন সব বানী যা কিনা আপনার মনেও টোকা দেয় কিন্তু আপনি তা প্রকাশ করতে পাচ্ছেন না।
জীবনে আরও অনেক কিছু শেখার আছে। শেখার কোনই বয়স নাই, আমি প্রতিনিয়ত উনার স্ট্যাটাসগুলু যখন পড়ি তখন আমার মন থেকে উনার প্রতি শ্রদ্ধাবোধটা বেড়ে যায়। মনে মনে তখন বলি আসলেই এই একজন মানুষ যিনি সত্য বলতে গিয়ে পিছু হাঁটেন না। আমারা কি পারি না, তাকে ফলো করতে। তাহলে দেখবেন জীবনে থাকবেন না কোন রেশারেশি, দর কষাকষি, হিংসা, ক্ষোভ ইত্যাদি ইত্যাদি যা কিনা আমাদেরকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যায়।
তাই উনার কথায় গলা মিলিয়ে বলতে চাই,
"নেতৃত্ব কেউ দিয়ে দেয় না,নিজ যোগ্যতায় নিয়ে নিতে হয় আর একজন ভালো সৈনিক ই ভালো সেনাপতি হতে পারে। তাই আগে যুদ্ধের ময়দানে বুক চিতিয়ে দাড়িয়ে যুদ্ধ করুন তারপরই নেতৃত্ব পাওয়ার দাবি তুলুন। ( গুটি কয়েক বণিক বিপ্লবীদের উদ্দেশ্য করে বলা )"
যদি উনার এইসব স্ট্যাটাস আপনাদের ভালো লাগে তাহলে নিঃসন্দেহে উনার পেজ এ জয়েন করতে পারেন। আর যদি ভালো না লাগে তাহলে ভালো না লাগার কারণটা জানিয়ে যাবেন।
মিজান ভাই এর অফিসিয়াল ফেসবুক পেজঃ Mizan Bhai (тнэ ояigiидl вндi оf Bаnglаdesh)
এবং উনার অফিসিয়াল ওয়েবসাইটঃ "আমি শুন্য এক আকাশ খুজে বেড়াই আমার আঁধারের আলো"
উনার ফেসবুক প্রোফাইলঃ Salahuddin Mizan (Crystal Heart) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।