গত রোববার ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়া এই দুই জঙ্গি নেতাকে ধরিয়ে দিতে ইতোমধ্যে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
৩৮ বছর বয়সী সালেহীনের এবং ৩৫ বছর বয়সী মিজানের ছদ্মবেশের সম্ভাব্য কয়েকটি ছবি মঙ্গলবার প্রকাশ করেছে পুলিশ। মূল ছবি থেকে কম্পিটারে ফটোশপের মাধ্যমে এগুলো তৈরি করা হয়েছে।
ছবি প্রকাশের পাশাপাশির তাদের দৈহিক গড়ন ও সনাক্তকারী চিহ্নও পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সালেহীনের বাম পায়ের হাঁটুর নিচে কাটা দাগ রয়েছ, যা দিয়ে তাকে সনাক্ত করা সম্ভব।
তার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, ওজন ৫৫ কেজি। গায়ের রঙ শ্যামলা, চোখের রঙ কালো।
মিজানের বাম হাতের মধ্য আঙ্গুলে কাটা দাগ রয়েছে। তার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, ওজন ৭০ কেজি। তার গায়ের রং শ্যামলা চোখের রঙ কালো।
সালেহীন জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা বলে পুলিশ বলছে। মিজান নিষিদ্ধ সংগঠনটির সামরিক শাখার প্রধান বলে পুলিশের দাবি। সালেহীন মৃত্যুদণ্ডে দণ্ডিত, মিজান যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত।
তিন দিন ধরে তাদের কোনো সন্ধান না পেলেও খুব শিগগিরই এই দুই জঙ্গি ধরা পড়বেন বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আশা।
সেদিন এই দজুনর সঙ্গে রাকিবুল হাসান নামে আরেকজনও পালিয়েছিলেন।
তাকে কয়েক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। পরদিন পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন তিনি।
রাকিব পুলিশের চোখকে ফাঁকি দেয়ার জন্য দাড়ি কামিয়ে ফেললেও তার গলা, হাতে ও পায়ে ডাণ্ডাবেড়ির দাগ দেখে পুলিশ তাকে সনাক্ত করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।