মঙ্গলবার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাতের পর তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান বলেন, “বর্তমান রাজনৈতিক সহিংসতায় গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেটা কী রূপে হবে তা নিয়ে বিতর্ক রয়েছে। সে কারণেই আলাপ আলোচনা করতে হবে। আর যদি খোলা মন নিয়ে সংলাপে বসা যায় তাহলে সমাধানও আসবে।
”
গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আলোচনার জন্য প্রধান দুই রাজনৈতিক দলকে ‘উৎসাহিত’ করতে স্পিকার ভূমিকা রাখতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
ইতোমধ্যে ঢাকা সফরে এসে জাতিসংঘ মহাসচিবের দূত সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করে ‘দ্রুত’ সংলাপ শুরু করার তাগিদ দিয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আশা করছেন, অর্থবহ সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকটের উত্তরণ ঘটবে।
স্পিকারকে উদ্ধৃত করে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, “সরকারের তরফ থেকে যেটা করা হয়েছে সেটা উনি (স্পিকার) মনে করেন শর্তহীন একটি আলোচনার পথ উন্মুক্ত করে দেয়া হয়েছে। এই সুযোগটি সদ্ব্যবহার করে অতিদ্রুত একটি পরিণতির দিকে যেতে পারবো।
”
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানবাধিকার কমিশন চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, নির্বাচিত হওয়ায় স্পিকারকে তিনি অভিনন্দন জানাতে এসেছিলেন।
এ সময় বাংলাদেশে নারী শ্রমিকদের অধিকারের বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।