আমাদের কথা খুঁজে নিন

   

বি,এন,পির কাছে প্রশ্ন, কে বড়? রাষ্ট্র ক্ষমতা? নাকি দেশ? প্রসঙ্গ র্মাকিন সরকারের জিএসপি বাতিল।

(لا اله الا الله محمد رسول الله) প্রথমে জেনে নেওয়া যাক (জি,এস,পি) কি? এর সুবিধা, উপকার ও গুরুত্ব। (GSP generalised system of preferences) এটি এমন একটি সুবিধা যার ফলে বাংলাদেশী পণ্য র্মাকিন যুক্ত রাষ্ট্রে বিনা শুল্কে প্রবেশ করা সুবিধা ভোগ করতো, এটি একটি র্মাকিন সরকারের বাংলাদেশকে দেওয়া একটি বিশেষ সুবিধা, এর ফলে র্মাকিন বাজারে খুব সহজে বাংলাদেশী পণ্য রপ্তানি করার বিশেষ সুবিধা ভোগ করতে, যার ফলে লাভবান হতো বাংলাদেশ, আর্থিক ভাবে উপকার ভোগকরতো এই দেশের ব্যাবসায়ীরা, আর এর প্রত্যক্ষ পরোক্ষ সুবিধা আমারা সবাই কম বেশী ভোগ করতাম , এই জি,এস,পি সুবিধার বাংলাদেশী সব জনগণের জন্য কল্যাণকর, এখানে বি,এন,পি , আওয়ামীলীগ, জামাত শিবির, জাতীয় পাটি কোন পার্থক্য ছিল না। ক্ষমতায় যাবর জন্য যা যা করার দরকার সবটুকু করে দেখাচ্ছে বি,এন,পি, আর্দশ, লজ্জা শরম, আইন কানুন, নৈতিক অনৈতিক, সবকিছুকে তুচ্ছ তাচ্ছিল করে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বি,এন,পি। ক্ষমতায় যাবর জন্য ভোট ব্যাংক বাড়াতে নিলর্জ্জর মত জামাত শিবিরের সাথে আতাত করতে দ্ধিধা করেনি, অন্ধ র্ধমীয় উগ্র মৌলবাদী গোষ্টী হেফাজতের কাছে নতশিকার হতে লজ্জা বোধ করেনি বি,এন,পি। ক্ষমতায় যাবার জন্য ও সরকারকে বেকায়দায় ফেলতে র্ধমকে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যাবহার করতেছে বি,এন,পি।

অতীতেও দেখেছি এই ব্,িএন,পি বঙ্গবন্ধুকে হত্যাকারী খুনিদের আশ্রয় পশ্রয় দিতে ও বঙ্গবন্ধুর হত্যার বিচার যেন না হয় তার জন্য বিশেষ আইন করতে। ২০০৪ সালে ২১ শে আগষ্ট শেখহাসিনা হত্যার চেষ্টা করা হয়, ১৯৯৬ সালে ক্ষমতা ধরে রাখার জন্য একদলীয় নির্বাচন করেন বি,এন,পি। আর যখন ক্ষমতায় গিয়েছেন লুটেপুটে খেয়েছে মা সন্তান মিলে। সর্বশেষ আমার দেখলাম বি,এন,পির আরোএকটি র্নিলজ্জের চিহ্ন। শুধু মাত্র সরকার কে বেকায়দায় ফেলতে ও অর্থনৈতিক ভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করতে তিনি র্মাকিন যুক্তরাষ্ট্রের কাছে লবিং ও ভিবিন্ন তথ্যদিয়ে সাহায্য করেছেন যেন জি,এস,পি সহ যাবতীয় অর্থনৈতিক সুবিধা বন্ধ করা হয় বাংলাদেশের বিরুদ্ধে, এর আগেও দেখেছি বিশেষ করে সৌদিয়া আরব সহ ভিবিন্ন আরব রাষ্ট্র যেন বাংলাদেশীদের ভিসা না দেন আর বাাংলাদেশ হতে শ্রমিক না নেন, তার জন্য বিভিন্ন অপপ্রচার করেছেন বি,এন,পি ও জামাত মিলে, নানা সময় নানা রকম মিথ্যা , অসত্য তথ্য ছড়িয়ে ইসলাম র্ধমীয় বিষয় নিয়ে আরব বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশের ইসলাম র্ধমীয় সুনাম নষ্ট করে আরব দেশ গুলোকে বাংলাদেশের বিরুদ্ধে উষ্কে দিতে চেষ্টা করে যাচ্ছে নিয়মিত ভাবে।

বার বার আন্তর্জাতিক ভাবে আপপ্রচার চালিয়ে যাচ্ছে বাংলাদেশে আলেম হত্যা করা হচ্ছে, যুদ্ধ আপরাধের নামে ইসলামী র্ধমীয় নেতাদের নির্যাতন করা হচ্ছে। বি,এন,পি ও খালেদা জিয়ার বিবেচনা করা উচত ছিল যদি র্মাকিন সরকার বাংলাদেশের জি,এস,পি সুবিধা বাতিলকরে দেন, তার প্রভাব পুরো দেশের অর্থনৈতিকের উপর পরবে শুধু সরকার আর আওয়ামীলীগের উপর নয়, শুধু মাত্র আওয়ামীলীগকে বেকায়দা আর চাপে ফেলতে খালেদা জিয়ার মারাত্বক ভাবে অর্থনৈতিক ভাবে ধ্বংসের মূখে ঠেলে দিয়েছে পুরো বাংলাদেশকে আর বাংলাদেশের কোটি কোটি মানুষকে। খালেদা জিয়ার মনে বিবেচনার করা উচিত দেশের সব মানুষ আওয়ামীলীগ নয়, এখানে বি,এন,পি জামাত জাতীয় পাটি সবাই আছে। হয়তো রাজনৈতিক ভাবে আওয়ামীলীগ কিছুটা অসুবিধায় আর বেকায়দায় পরবে, আর পক্ষন্তরে হয়তো বি,এন,পি ক্ষমতায় যেতে পারবে, কিন্তু আগামী প্রজন্ম খালেদা জিয়াকে ক্ষমা করবেনা, এর ফল একদিন বি,এন,পিকে ভোগ করতে হবে, যেমন ভোগ করেছে জামাত শিবির রাজাকারের সাথে আতাত করে ক্ষমতায় যাবার ফল। @মোহাম্মদ হারুন।

তারিখ - ৩০/০৬/২০১৩ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.