আমাদের কথা খুঁজে নিন

   

ঐতিহাসিক ভারত-বধে ভারত সহ আন্তর্জাতিক গনমাধ্যমে একনজর

ভেবেছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন... বাংলাদেশের যেকোন বড় জয়ের পর আন্তর্জাতিক গনমাধ্যম ঘেঁটে দেখাটা আমার পুরানো অভ্যাস। কেমন জানি একটা অসম্ভব ভাললাগা অনুভূতি হয় এই "আজাইরা টাইম লস" টুকু করতে। বিশেষ করে যে দেশের বিপক্ষে জয়টা আসে তাদের পত্র-পত্রিকাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, বাংলাদেশ নামটা দেখে গর্বে বুকটা আধ হাত ফুলে যায় আহামরি কোন কারন না থাকলেও আর দেশটা যদি হয় ভারত বা পাকিস্তান, আনন্দের অনুভূতিটা আসলে ঠিক ভাষায় প্রকাশ করার মতো থাকে না গতকালের বাংলাদেশ-ভারত ঐতিহাসিক ম্যাচটির কথা গুরুত্বের সাথে স্থান পেয়েছে বেশিরভাগ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয়, তবে অধিকাংশ গুরুত্বই সচীনের মাইলফলক নিয়ে, ব্যাপারটা মেজাজ খারাপ করার মতো পীড়াদায়ক হলেও এমন একটা ঐতিহাসিক ম্যাচে ভারতের বিরুদ্ধে এমন মধুর জয় আনন্দটা বাড়িয়ে দিয়েছে বহু বহু গুনে। বাংলাদেশের জয়টাকে হাইলাইট করা হয়েছে শুধু এমন নিউজগুলো একটু একত্র করে রাখার চেষ্টা করলাম। চলুন একনজর দেখে নেয়া যাক ভারতীয় গনমাধ্যমের শিরোনামগুলোঃ ভারতের অন্যতম প্রভাবশালী দৈনিক The Hindu শিরোনাম করছে Mushfiqur's men steal Tendulkar's thunder খবরে বলছে, Bangladesh chases down a big target to leave India stunned and throw the tournament open Sachin Tendulkar was fated to embrace personal success and team failure on a truly mixed day for India here at a raucous Sher-E-Bangla National Stadium. Bangladesh's spirited chase ruined Tendulkar's glory-hour in the Asia Cup match here on Friday. After the legend's tryst with history through his 100th international hundred, set up India's 289 for five, the host chased down the target with remarkable efficiency in a display of rapid runs and icy-cool nerves. India's loss has opened up the tournament while Pakistan is the lone team that is now assured of a final berth. আরেক প্রভাবশালী দৈনিক The times of India লিখছে Indian bowling spoils historic day in Mirpur তাদের রিপোর্টে লেখা হয়, Amidst all the euphoria of Sachin Tendulkar's 100th hundred, India completely forgot that they had a match to win. And they paid a big price by losing to Bangladesh and making their road to the Asia Cup final extremely tricky. Now, they have to win against Pakistan on Sunday to stay in contention. Winning captain Mushfiqur gushed, "It's a huge moment for us. We want to dedicate this to Manjural Islam Rana (Bangladesh player who died five years back). Today was a great day, we really appreciate our win." The Indian Express এর শিরোনামঃ Asia Cup: On Tendulkar's big day team loses to Bangladesh Sachin Tendulkar today created history by becoming the first batsman in the history of the game to score 100 international centuries but Bangladesh spoilt his party by posting an upset five-wicket win over India to throw open the Asia Cup tournament here. একেবারে প্রধান শিরোনাম করেছে Hindustan Times Cricket history for Sachin, but Bangladesh chase down India's 289 খবরে বলা হয়, Sachin Tendulkar created history today by becoming the first batsman in history to score 100 international centuries, adding another milestone in his record-breaking career, but home team Bangladesh chased down India's 289 in the Asia Cup match in Dhaka. Headlines India-র হেডলাইন Asia Cup: Bangladesh beat India by five wickets Mirpur (Dhaka), March 16: Bangladesh beat India by five wickets in the fourth match of the Asia Cup at the Sher-e-Bangla National Stadium here today. Chasing 290 for victory, Bangladesh made 293/5 in 49.2 overs.(IANS) The Sunday Indian-এর শিরোনামঃ B'desh upset India, Sachin's ton goes in vain ভিতরের খবর, Sachin Tendulkar on Friday completed his 100th international century but Bangladesh spoilt his party by posting an upset five-wicket win over India to throw open the Asia Cup tournament here. Bangladesh dedicate win against India to late Manjirul Islam বলছে NDTV Bangladesh captain Mushfiqur Rahim dedicated their thrilling five-wicket win over India here Friday to late Manjirul Islam, who died five years ago aged 22. "It's a huge moment for us. We want to dedicate this win to Manjural Islam Rana (who died five years back). Today it was a great win, we really appreciate our win. Thanks to the crowd," said Mushfiqur. Bangladesh win a thriller despite Sachin's 100th ton শিরোনাম Zee news এর, খবরে বলছে The day had to be historic, and history was made not only by the Master but also by the hosts, Bangladesh. When the all elusive 100th international ton by Sachin Tendulkar arrived, many would have thought that the fate of the match is sealed. A target of 290 was a steep one; a combined effort from the hosts was the need of the hour. And they combined, first the openers, then the middle order trio of Nasir Hussain 54 (58b),Sakib Al Hasan 49 (31) and Mushfiqur Rahim 46 (25b) left the tentative Indian bowling in total disarray upstaging India by five wickets here at the Shere Bangla National Stadium, Mirpur on Friday. নজর দেয়া যাক কলকাতার দৈনিকগুলোয়... কলকাতার প্রভাবশালী ইংরেজী দৈনিক The telegraph শিরোনাম করেছে, We dedicate this win to Manzarul: Rahim খবরে বলছে, Friday will be etched in the history of Indian cricket as a memorable and emotional day when Sachin Tendulkar brought up the unthinkable feat of 100 International hundreds. But it turned out to be a remarkable day for Bangladesh as well as they went on to beat India by five wickets in the Asia Cup tussle. Captain Mushfiqur Rahim added emotion to the achievement when he dedicated the victory to the late Manzarul Islam, the Bangladesh player who passed away in a road accident almost five years ago. তাদের আরেকটি শিরোনাম, Thank you, Sachin (and Sher-e-Bangla) - Ton of tons in bag, Sachin admits obsession of others had made it ‘very difficult’ বাংলা দৈনিক বর্তমান লিখছে, সচীনের মহাকীর্তির দিনেও অবিশ্বাস্য হার ভারতের ভিতরে লিখেছে, গোটা দেশ, গোটা ক্রিকেট দুনিয়া রুদ্ধশ্বাসে, অধীর আগ্রহে অপেক্ষা করছিল শচীন তেন্ডুলকরের সেঞ্চুরির ‘সেঞ্চুরি’র জন্য।

অবশেষে প্রতীক্ষার অবসান হল। কিন্তু তেন্ডুলকরের মহাকীর্তির দিনেও বাংলাদেশের কাছে ৫ উইকেটে হার মানতে হল ভারতকে। অবিশ্বাস্য হার! মাহিদের দৃষ্টিকোণ থেকে তাই একটু মলিন হয়ে গেল ছবিটা। আনন্দবাজারের শিরোনাম, সেঞ্চুরির সেঞ্চুরি নিয়েই মাতল শহর খবরের শেষ প্যারায় তারা লিখেছে, শেষমেশ অবশ্য ম্যাচ হেরেছে ভারত। তবু রেকর্ডটা বাংলাদেশের মাঠে হল বলেই কি ক’মাস আগের ইডেনের ‘শোকের’ কিছুটা ‘সান্ত্বনা’ খুঁজে পেল কলকাতা? চায়ের দোকানের জটলায় টুকরো মন্তব্য, ‘যাকগে! সেঞ্চুরির সেঞ্চুরিটা অন্তত বাঙালিদের সামনেই হল!’ প্রথম পাতাতেই খবর দিয়েছে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক Dawn, Bangladesh gatecrash 100-ton Tendulkar party ফোকাস করা হয়েছে, Sachin Tendulkar made history with his 100th international century but India failed to stop Bangladesh from registering an upset five-wicket win in the Asia Cup tournament in Dhaka on Friday. খবর দিয়েছে শ্রীলঙ্কান প্রথম সারির দৈনিক Daily Mirror, Bangladesh beat India by five wickets in Asia Cup Tendulkar reaches 100th international hundred সচীনের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার খবরে CNN লিখেছে, Bangladesh won the match by five wickets as they chased 290 for victory. নাজির বলেছেন: বাহরাইনে Gulf Daily News এর TONDULKAR! শিরোনামে লিখছে The memorable moment came in the 44th over when Tendulkar turned left-arm spinner Shakib Al Hasan to square-leg for a single to become the first batsman to score a century of centuries. But Bangladesh batted remarkably well to achieve the stiff target with four balls to spare in the day-night match for only their third win over India in 24 one-dayers and keep alive their hopes of reaching the final. এছাড়াও বিবিসি, গার্ডিয়ান, সানডে টাইমস সহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও প্রভাবশালী গনমাধ্যমগুলোয় শচীনের শতকের শতককে হাইলাইট করে খবর প্রকাশ করা হয়েছে।

এখন পর্যন্ত এই খুজে পেলাম, আরও কিছু পাওয়া গেলে আপডেট করার চেষ্টা করবো। অসাধারন এক বিজয়ের রাতের পর দিনটা সবার ভালো কাটুক, এই শুভকামনায় আপাতত এ পর্যন্তই...হ্যাপি ব্লগিং ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.