আমাদের কথা খুঁজে নিন

   

মেঘনার জলে ভাসমান মৃত মানুষের লাশ ও আমাদের দায় মুক্তি !!!!

একটু ভাবতে হবে.......... উদ্ধার কাজ সমাপ্তি ঘোষনার পরে ও মেঘনার জলে ভাসছে মৃত মানুষের লাশ । প্রমত্তা মেঘনা শেষ দায়মুক্তিটা ও যেন দিল না এই সুশীল মোড়কজাত রাষ্ট্র বিদান কে । আমাদের মন্ত্রী মহোদয়,সত্যের ফ্রুটিকা প্রোডাকশানকারী মিড়িয়া জগৎ ও অতি সংবেদনশীল চুচিল সমাজের নাগের ডগাঁয় রাবন গুরালো মেঘনা তটিনী । মন্ত্রী বলছে লঞ্চে অতিরিক্ত যাত্রী ছিলোনা সুতরাং রাষ্ট্র নির্দোষ ,এটা কোন রাজনৈতিক ইস্যু নয় তাই বাঙ্গালির নিশ্চুপ চুচিলপনা অকপটে মেনে নিতে হয় , আর সেই ভদ্র ইশ্বর তো সব সময় নির্দোষ!! উনি তো নির্ভেজাল অলোর দিশারী সুতরাং এইসব কাক শকুনের জঞ্জালে উনার থাকার কথা নয় । আমাদের পরিবেশের ভারসাম্যের জন্য শকুন দরকার ঐ সব দুর্গদ্ধময় লাশ নয়,তাই আমরা আমাদের রাজনীতিবিদ,মন্ত্রী , প্রধানমন্ত্রী আর স্বার্থ সচেতন দালালদের ন্যায় শকুনদের শুধু উপসনা করে যাব ।

আমাদের পঞ্চইন্দ্রেয় গুলো আমরা ঐ সব শকুনদের ইজারা দিয়ে দিয়েছি তাই আমাদের প্রতিবাদের কণ্ঠস্বর আজ বোবা । হয়ত ঝরে যাওয়া ঐ প্রান গুলো রাষ্ট্রের যারজ সন্তান ছিল তাই পৃথিবীর ঘুম ভাঙ্গার আগে আমাদের রাষ্ট্র অতি সহজে জীবনের মূল্য টাকায় নির্ধারন করে দেয়। কাপন আর আতরের সুগন্ধে চাপা দিয়ে দিল মানবাদিকার ও অধিকারের বালাই । যারা মারা গেছে ওরা বুদ্ধীজীবি ও সুশীল সমাজের কেউ না তাই রাষ্ট্রীয় শোক প্রকাশের প্রশ্নেই আসে না, যেহেতু বিরধী দলের কোন নেতা হতাহতের মধ্যে নেই তাই আমরা কোন হরতাল আর সমাবেশ দেখব না । তবে আমরা নিরব দর্শক হয়ে দেখব কি ভাবে আমাদের মিডিয়া সমাচার সত্যের সব গুলো দ্বার বন্ধ করে দূর্ঘটনার চৌদ্দ গোষ্ঠীকে নতুন করে উদ্দার করবে ।

আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পুরো দেশবাসীকে তদন্ত কমিটির সদস্য ঘোষনা করে ও পার না পেয়ে হয়ত শেষমেষ সব দোষ রাক্ষুসে মেঘনার উপর চাপাবে। অসুন আমরা ঐ মেঘনার ফাঁসির দাবিতে রাজপথে নামি , মানব্বন্ধন করি, এরপরে ও যদি আমাদের দায় কিছুটা কমে !!!!!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.