মেঘনার জন্য ছড়া
কালো চুলের পেখম মেলে
মেঘনা নদীর তীরে
কীরে
আসবি আবার ফিরে
আসলে তোকে গড়িয়ে দেবো
পরিয়ে দেবো
দুল
দোল দোলনী খেলবে তখন
কানের সোনা-ফুল
আর কি চাবি
আর কি পাবি
বল
চল
তোকে দেবো আর যা আছে
তার যা আছে
এবঙ আমার সব
দেখবি তখন জগৎজুড়ে
সোনালি উৎসব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।